পৃথিবী যদি আমাদের চারিপাশে প্রচন্ড বেগে ঘুরছে তাহলে আমরা কেন সেটা বুঝতে পারিনা

 পৃথিবী যদি আমাদের চারিপাশে প্রচন্ড বেগে ঘুরছে তাহলে আমরা কেন সেটা বুঝতে পারিনা




আমরা জানি পৃথিবীর নিজ অক্ষের উপর আবর্তন করে পৃথিবীর এই গতি কে বলা হয় আহ্নিক গতি আবার সূর্যকে প্রদক্ষিণ করে পৃথিবীর পৃথিবীর এই গতি কে বলা হয় বার্ষিক গতি আপনি কি জানেন পৃথিবী কত বেগে নিজ অক্ষের উপর আবর্তন করে পৃথিবীর প্রতি ঘন্টায় নিজ অক্ষের উপর প্রায় 70 কিলোমিটার বেগে ঘুরছে সেকেন্ডের হিসাবে যা প্রায় চারশো চৌষট্টি মিটার এর অর্থ আপনি পৃথিবীর যেখানে অবস্থান করছেন সেই স্থানটি প্রতি সেকেন্ডে 464 মিটার বেগে ঘুরছে আপনার মনে কি কখনো প্রশ্ন এসেছে পৃথিবী যদি সত্যিই এত বেঘোরে তাহলে আমরা মাটিতে স্থির থাকে কি করে বা বিমান যখন আকাশে ওড়ে তখন নিজ থেকে পৃথিবীর সরে যায় না কেন .


পৃথিবী যে গতিতে ঘুরছে তাতে তো বিমান আকাশে উঠলে নিচ থেকে পৃথিবীর সরে যাওয়ার কথা কিন্তু এমনটি কেন হয় না তাহলে কি পৃথিবী ঘোরে না বিজ্ঞানীদের কথা মিথ্যা এই প্রশ্নের উত্তর নিয়ে আমরা তৈরি করেছি  এখানে একটা গল্প শোনা যাক একজন লোক দাবি করলেন তিনি খুব সহজে ভ্রমণ করার একটি কৌশল বের করেছেন দরকার হবে শুধু একটি বেলুন ধরা যাক কেউ বাংলাদেশ থেকে ইউরোপে যেতে চাইছেন তা হলে বাংলাদেশ থেকে একটি বেলুনের ছাপে উপরে উঠে যেতে হবে এরই মধ্যে পৃথিবী ঘুরতে ঘুরতে বেলুনের নিচে ইউরোপ এসে যাবে এখন নেমে পড়ল এই হল খুব সহজেই ভ্রমণ করা হয়ে যাবে দীর্ঘপথ ভ্রমণের জন্য বিমানের কোনো প্রয়োজনই হবেনা কিন্তু রাশিয়ার লোকের এই গল্পটি বাস্তবে কাজ করে না এর কারন হল আমরা যখন বেলুনের ছাপে উপরে উঠবে তখন আমরা পৃথিবীর মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে থাকবো থাকবো পৃথিবীর সাথেই এটা যদি না হতো তাহলে আমাদের কষ্ট করে বেলুনে চলার দরকার ছিল না মাটি থেকে এক লাফ দিয়ে উপরে উঠে তিন সেকেন্ড পর নামলেই দেখা যেত এক কিলোমিটারের বেশি পশ্চিমে চলে গেছে বাস্তবে আমরা প্লেনে যখন আকাশ পথে.


করতে থাকে তখনও আমরা পৃথিবীর সাথে সাথে ঘুরতে থাকে অর্থাৎ পৃথিবী যখন নিজ অক্ষের উপর ঘরে তখন তার মহাকর্ষ বলের মধ্যে সমস্ত কিছুকে নিয়ে ঘোরে পৃথিবীর অভিকর্ষ বল এতটা শক্তিশালী যে আমরা এর থেকে অনেক ওপরে উঠলেও এর অভিকর্ষ টানের সীমানার মধ্যে থেকে যাই আর এই টানের কারণ এই পৃথিবীতে বায়ুমণ্ডল আছে আমাদের মাথার ওপর যে বায়ুমণ্ডল সেতু পৃথিবীর সাথে সাথে ঘুরছে পৃথিবীর এই অভিকর্ষ বলের কারণেই আমরা মাটিতেই স্থির থাকতে পারি আর বিমান যখন আকাশে ওঠে তখন নিজ থেকে পৃথিবীর সরে যায় না দর্শক .

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url