Love Letter in Bengali Language: ভালোবাসার প্রেমপত্র লেখা নিয়ম
Love Letter in Bengali Language: ভালোবাসার প্রেমপত্র লেখা নিয়ম
বাংলাতে খুব সুন্দর ভাবে প্রেমপত্র বা চিঠি কিভাবে লিখবেন আপনি হয়তো কোন মহিলাকে ভালোবাসেন এবং তাকে প্রথম বার কোন চিঠি লিখে আপনার ভালোবাসাটাকে জানাতে চাইছেন আপনি কিভাবে একটি প্রেম পত্র লিখবেন সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব এবং একটি প্রেমপত্র আপনাদেরকে লিখে দেখাবো এই প্রেমপত্র লেখা খুবই সহজ আপনি নিজেই এটা লিখতে পারবেন কিভাবে লিখবেন তার সমস্ত পদ্ধতি নিচে দেয়া হল ভালো করে দেখে নিন।
বাংলাতে প্রেম পত্র লেখা খুবই সোজা আপনারা যদি কাউকে ভালোবেসে থাকেন বা প্রথম বার মেয়েকে প্রপোজ করতে চাইছেন প্রেমপত্রের মাধ্যমে সেই প্রেমপত্র কিভাবে লিখতে হয় আপনাদের কাছে কোন আইডিয়া নেই আজকে আমরা শেখাবো কিভাবে প্রেমপত্র লিখবেন.
Love Letter: 1
খুব সাধারণ ছিলাম আমি, চোখে পড়ার মতো নয় তাই খেয়াল করনি কোনদিন । চেহারা, কায়দা, পোশাক সবটাই হিমছাম বাদই দিলাম। বীরের মধ্যে আলাদা করে চেনার জন্য যা যা করতে হয়, এই ধরো গান ও কবিতা এগুলো পারিনি। খুব লাজুক ছিলাম যে। ভয়ও ছিল। তোমার বন্ধুর ব্যাগে যখন নতুন ৫০০ নোট আর তখন আমার পকেটে খুচরা নিয়ে মাত্র ৬০ টাকা। যদিও দু-একবার সাহস করেছিলাম, তোমার বান্ধবীর গম্ভীর দৃষ্টি দেখে আর কথা বলা হয়নি। তাই আর প্রেমটা করা হলো না। জানো সব জায়গাতেই আমার মত থাকে অনেকেই। কিন্তু কেউ লেখে না আমাদের নিয়ে সাধারণ দে নিয়ে কেউ লেখে না।
Love Letter: 2
রাতে চাঁদ দিনে আলো কেন তোমায় লাগে ভালো। গোলাপ লাল কোকিল কালো সবার চেয়ে তুমি। আকাশ নীল মেঘ সাদা গোয়াল ঘরে তুমি বাঁধা।
Love Letter: 3
নতুন নামে ডাকবো তোমায় এই ছিল মোর কামনা। সাত রঙে রাঙিয়ে দেবো মনের যত বাসনা। গোলাপ ফুটে রাঙা হাসি এ জীবনে তোমায় ভালোবাসি। ওগো আমার জীবন সাথী ভালোবাসা যদি হয় মরণের নাম জেনে রেখো এ জীবন আমি তোমাকে দিলাম। আমি দূর হতে তোমাকে দেখেছি মুগ্ধ নয়নে চেয়ে থেকেছি বাজে রিমিঝিমি তোমাকে যে চিনি চিনি তাই মনে মনে কত ছবি এঁকেছি.
Tag: romantic love, letter bangla, short love, letter bangla, first love, letter bangla, লাভ লেটার, লাভ ক্যান্ডি, বই pdf, ফাস্ট লাভ লেটার, love letter bangla, for girlfriend, লাভ লেটার, প্রেমের চিঠি, Images, Guided Search, Filters, love sms, পত্র .
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url