কালো বিড়াল রাস্তা কাটলে গাড়ি দাঁড় করাতে হয় কেন এটা কি কুসংস্কার?

 কালো বিড়াল রাস্তা কাটলে গাড়ি দাঁড় করাতে হয় কেন এটা কি কুসংস্কার?




প্রিয় বন্ধুরা কালো বিড়ালকে কেন অশুভ মনে করা হয় :

.
কালো বিড়াল রাস্তা পার করলে গাড়ি থামাতে হয় কেন কালো বিড়ালের সঙ্গে শয়তানের কোন যোগাযোগ আছে আজকে আমরা কালো বিড়াল নিয়ে কিছু কুসংস্কার তুলে ধরবো । আপনার কাছে যদি কালো বিড়াল থাকে তাহলে কমেন্ট করতে ভুলবেন না । মানুষের আদর করে ঘরের মধ্যে সাদা বিড়াল ,বাদামী রঙের বিড়াল, ছাই রঙের বিড়াল পুসলেও কালো বিড়াল সাধারণত কেউ পুসতে চায় না । বেশিরভাগ সময়ই কালো বিড়াল কি অশুভ মনে করেন দুর্ভাগ্যের প্রতীক মনে করেন কেবল আমাদের দেশেই নয় বরং পুরো বিশ্বে কালো বিড়ালকে দুর্ভাগ্যের প্রতীক মনে করা হয় কিন্তু শুধুমাত্র গায়ের রং এর জন্য কি কালো বিড়ালকে দুর্ভাগ্যের প্রতীক বলা হয় নাকি এর আড়ালে রয়েছে কোন দুর্ভাগ্যজনক অতীত এই কারণে কালো বিড়াল নিয়ে আসলে রহস্যের শেষ নেই ।


সমাজে এমন ধারণা প্রচলিত রয়েছে যে কোন শুভ কাজে যাত্রা করার সময় যাত্রাপথে কালো বিড়ালের দেখা পেলে তা অশুভ ইঙ্গিত বহন করে অলৌকিক অশুভ কিছু উদাহরণ দিতে হলে কালো বিড়ালের ব্যবহার হয়ে থাকে। বহু দিন ধরেই এটা ব্যবহার হয়ে আসছে অনেক প্রখ্যাত লেখক ও তাঁদের বিভিন্ন ভৌতিক গল্প বা কাহিনীতেই কালো বিড়ালকে বিভীষিকার প্রতীক হিসেবে ব্যবহার করেছেন। কালো বিড়াল রাস্তা পার করলে এখনও গাড়ি থামিয়ে দেয়ার প্রচলন রয়েছে কিন্তু কালো বিড়াল কি অশুভ প্রতীক হিসেবে গণ্য করা হয় এর পিছনে কারণ খুঁজতে গিয়ে দেখা গিয়েছে আসলে পুরো ব্যাপারটাই একটা ভ্রান্ত ধারণার উপর ভিত্তি করে গড়ে উঠেছে বিড়ালের রং কালো হওয়ার সঙ্গে তার অশুভ হওয়ার কোনো সম্পর্ক নেই । পুরোটাই মূলত কুসংস্কার কিন্তু কালো বিড়াল দিয়ে কিভাবে বিশ্বাস তৈরি হলো 3000 খ্রিস্টপূর্বাব্দে ইজিপ্সিয়ানরা বিশ্বাস করত কালো বিড়ালের মধ্যে কিছু আধ্যাত্মিক শক্তি রয়েছে তারা কালো বিড়ালকে পূজা করত 

কালো বিড়ালকে আঘাত করা মেরে ফেলতে অশুভ হিসেবে গণ্য করতো তারা কিন্তু পরবর্তীকালে যখন এই বিশ্বাস ইউরোপে আসে তখন তার অর্থ বদলে যায় 1960 সালে ইউরোপের বিভিন্ন উপকথায় কালো বিড়াল কি অশুভ হিসেবে দেখানোর প্রচলন শুরু হয় ধীরে ধীরে মানুষের মধ্যে বিশ্বাস জন্মায় সত্যি হয়তো কালো বিড়ালের মধ্যে অলৌকিক কোন শক্তি রয়েছে অনেক সময় গাড়ির সামনে দিয়ে কালো বিড়াল চলে গেলে গাড়ি থামিয়ে দেওয়া হয় অনেকেই বেশ কিছুটা পিছিয়ে আসেন আবার কেউ কেউ গাড়ির কাছে ক্রস থাকেন। এখন প্রশ্ন হলো কীভাবে এলো এই কুসংস্কার মনে করা হয় আগেকার দিনে যখন গরু দিয়ে গাড়ি টানা হতো তখন কালো বিড়াল রাস্তা পার করলে গরুদের মধ্যে একটা অস্থির ভাব লক্ষ্য করা যেত সেই সময়ে গুরুদেরকে শান্ত করতে কিছুক্ষণের জন্য গাড়ি থামিয়ে দেয়া হতো পরে সেই রেওয়াজ কুসংস্কারে পরিণত হয় ।

এ কুসংস্কারের প্রভাব এতটাই মানুষের মনে হত যে গন্তব্যস্থলের না গিয়ে বাড়ি ফিরে যেত অথবা কিছুক্ষণ অপেক্ষা করে আবার যাত্রা শুরু করত এতে নাকি বিপদ কাটা যায়। আবার কেউ কেউ কালো বিড়ালকে অতিলৌকিক জগতের প্রতিনিধি বলে মনে করেন। তবে যুক্তিবিদ্যার বক্তব্য এটা কুসংস্কার নয় বিড়ালের রাস্তা কাটা এবং গাড়ি থামিয়ে দেওয়ার মধ্যে যুক্তি রয়েছে তাদের বক্তব্য রাস্তায় গাড়ি চালিয়ে যাওয়ার সময় অথবা হেঁটে যাওয়ার সময় কোন বিড়াল রাস্তা পার হলে তখন গাড়ি দাঁড়িয়ে পড়ে তার প্রকৃত কারণ হিসেবে ধরা হয় সাধারণত বিড়াল জাতীয় প্রাণী দের অন্য বড় আকৃতির প্রাণীরা  সেক্ষেত্রে বিড়ালকে দেখার পর একটু দাঁড়িয়ে গেলে ভালো হয় তাহলে বিপদের সম্ভাবনা কম থাকে এছাড়াও সাধারণত কালো রং কি অশুভ প্রতীক হিসেবে হিন্দু ধর্মে গণ্য করা হয় সেই থেকে কালো বিড়াল কি অশুভ শক্তির প্রতীক হিসেবে গণ্য করা হয়।

কয়েক হাজার বছর আগে তখন মিশর দেশের সব রঙের বিড়াল সুখে স্বাচ্ছন্দে বসবাস করত সেখানে বিড়াল হত্যা করলে মৃত্যুদণ্ডের মতো ভয়াবহ শাস্তি ভোগ করতে হতো ইউরোপিয়ানরা মনে করত কালো বিড়াল সব শয়তানের নেতৃত্ব দেয় এবং ডাইনিরা' পৃথিবীতে কালো বিড়ালের ছদ্দবেশ নিয়ে আসে অনেকে আবার বলতে শুরু করেছে একটি কালো বিড়াল সাত বছর ছদ্দবেশ নিয়ে থাকে এবং তারপরেই তার ডাইনি রূপ দেখায় এমনকি এই ধারণার কারণে তৎকালীন সময়ে মৃত্যুদণ্ড সাজা পাওয়ার জন্য একটি কালো বিড়ালের মালিক হয় যথেষ্ট ছিল ব্যাপারটা যথেষ্ট হাস্যকর হলেও সত্য যে আজও এই কালো বিড়ালের কুসংস্কার আমাদের নিজেদের দুর্ভাগ্য ছাড়া কিছুই করেনি।

 2013 সালে কোন স্টেট ইউনিভার্সিটির করা এক গবেষণায় দেখা গিয়েছে যে সাধারণ বিড়ালের চেয়ে কালো বিড়ালের জন্য কোন পালনকারী খুঁজে চার থেকে ছয় দিন বেশি সময় লাগে শুনতে খারাপ লাগলেও 70% কালো বিড়ালের জন্য কোন আশ্রয় নিলে না এমনকি গবেষকরা নিশ্চিত বলতে পারবেন না ঠিক কি কারণে আশ্রয়প্রাপ্ত মালিকদের কাছে কালো বিড়াল কম আকর্ষণীয় হতে পারে পূর্ববর্তী সে কুসংস্কারের তাই আজও তাদের বয়ে বেড়াতে হচ্ছে আসলে কালো বিড়াল কোন দুর্ভাগ্যের প্রতীক নয় বরং তারাই তাদের নিজেদের দুর্ভাগ্যের প্রতীক।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url