Motivational Speech in Bengali: ভালোবাসা রূপ, দেহ এবং টাকা দেখে হয় না

 Motivational Speech in Bengali: ভালোবাসা রূপ, দেহ এবং টাকা দেখে হয় না


ভালোবাসা কাকে বলে যদি রূপ দেখে ভালবাসো তাহলে সেটা ভালোবাসা নয় :

ভালোবাসা কাকে বলে যদি রূপ দেখে ভালবাসো তাহলে সেটা ভালোবাসা নয় সেটা হল বেছে নেওয়া যদি কারো দেহ দেখে ভালবাসো তাহলে সেটাও ভালোবাসা নয় সেটা হল লালসা যদি কারোর টাকা দেখে ভালোবাসা হলে সেটা ভালোবাসা নয় সেটা হলো তাহলে ভালোবাসা কাকে বলে যদি কারো মন দেখে ভালবাসো তাহলে সেটাই ভালোবাসা যদি তুমি এক নজরে তাকে দেখার জন্য ছটফট করতে থাকে তাহলে সেটাই ভালবাসা কিছু মানুষ আছে যারা মায়া বাড়িয়ে জীবন থেকে হারিয়ে যায় প্রতিটা মানুষের জীবনে বিশেষ একজন মানুষ আছে হয়তো সে কাউকে বলে না প্রথমবার কাউকে ভালবেসে যখন আপনি নির্মমভাবে ঠকে যাবেন তখন আপনার ভেতর থেকে ভালোবাসার শব্দটাই উঠে যাবে তারপর আপনার জীবনে অনেক মানুষ আসবে কিন্তু কাউকে আর ভালবাসতে ইচ্ছে হবে না ভালোবাসা শব্দটা বড়ই অদ্ভুত কারো জীবন গড়ে দেয় আবার কারো জীবন ধ্বংস করে দেয় 

এই চিন্তাধারার যাদের মনের মধ্যে থাকবে কষ্টের এই পৃথিবীতে তারাই সুখী থাকবে বর্তমানে মানুষকে তুমি যতটা আপন ভাববে ঠিক ততটাই কেউ তোমাকে আপন ভাববে না, প্রয়োজন হলে প্রিয়জনের রূপ ধারণ করবে আর প্রয়োজন ফুরিয়ে গেলে তোমাকে কেউ চিনেও চিনবে না , বছরের পর বছর ধরে একটা মানুষকে কখনোই ভালো লাগতে পারে না যদি ভালো লাগে তাহলে সেটা ভালোলাগা নয় সেটা হল প্রকৃত ভালবাসা ভালবাসি বলেই সবকিছু ঠিক থাকা সত্ত্বেও দিনশেষে মনের কোণে একটাই হয় তুমি হারিয়ে যাবে না তো  কিছু মানুষকে কখনোই মন থেকে দূরে রাখা যায়না মানুষ ভালোবেসে অনেক কষ্ট মেনে নিতে পারে শুধু একটা কষ্ট কখনো মেনে নিতে পারে না আর সেটা হলো তার ভালোবাসার মানুষটা যদি কখনো অন্য কাউকে ভালোবাসে মানুষ অর্ধেক মৃত্যু তখনই হয়ে যায় যখন তার পছন্দের মানুষের সাথে কথা বলা বন্ধ হয়ে যায় 

কিছু তারিখ কিছু  সময় আর কিছু স্মৃতি আজও বড্ড বেশি মনে পড়ে ভালোবাসাটা সুন্দর যদি মানুষ টা সঠিক হয় প্রেম আর মায়া এই দুটো সম্পূর্ণ আলাদা জিনিস কারো প্রেমে পড়লে হয়তো পরবর্তীতে তাকে ভোলা সম্ভব কিন্তু একবার মায়ায় পড়লে সেখান থেকে বেরিয়ে আসা বড়ই কঠিন মায়া জিনিসটা বড়ই অদ্ভুত না দেয় ভালো থাকতে না দেয় ভুলে থাকতে মানুষ ভালবাসতে ভয় পায় না ভয় পায় শুধু ভালোবাসা হারিয়ে ফেলার কেউ ভালোবাসি বলে ছেড়ে চলে যায় আবার কেউ তোমাকে আমার সহ্য হয় না বলেও সারাজীবন থেকে যায় দুদিনের ভালোবাসা পেয়ে ভেবেছিলাম আমি সবকিছু পেয়ে গেছি কিন্তু আমিতো ভুলেই গিয়েছিলাম জলের উপর চাঁদের আলোটা কিছুক্ষণের জন্য পরে দিন শেষে নিজেকে ভালো রাখতে গেলে নিজের কিছু পরিবর্তন অবশ্যই প্রয়োজন তার মধ্যে অন্যতম হলো সবার সাথে কথা কম বলা যাকে ভালোবাসেন তাকে বেশি পাত্তা দেবেন না কোন কিছুতে বেশি গুরুত্ব দিলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় .

তাই বেশি কেয়ারিং হতে যাবেন না বেশি গুরুত্ব বোঝাতে যাবেন না তাহলে নিজেই কষ্ট পাবেন অন্য মেয়ে তো দূরের কথা যাকে ভালোবাসেন তার চেহারার দিকে তাকাতেই যদি লজ্জা পান তাহলে আপনি প্রকৃত পুরুষ কারণ প্রকৃত পুরুষ হাজার নারীতে নয় একটি নারীতে আসক্ত সারাজীবন মায়া জিনিসটা খুবই মারাত্মক তবে চেহারার মায়ার থেকে কথার মায়া আরো বেশি মারাত্মক টাকা এখনকার দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ টাকা থাকলে বন্ধুত্ব ভালোবাসা পরিবার সবাই তোমার পাশে থাকবে শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব যদি সময়ের সাথে সাথে ভালোবাসা কমতে থাকে তাহলে বুঝতে হবে সেটা কখনোই ভালোবাসা ছিলো না সেটা ছিলো ক্ষণিকের ভালো লাগা মাত্র প্রতিটা মানুষের ভুলতে না পারার একটা অধ্যায় থাকে মানুষ তখনই স্থির হয়ে যায় যখন সে জেনে যায় সে যা চেয়েছে তা কখনোই সে পাবে না দূর তো কোন সম্পর্ক ভাঙ্গে নি কিন্তু নীরবতা অনেক সম্পর্ক ভেঙে দিয়েছে.

মেয়েদেরকে বলছি যে ছেলে আপনাকে সত্যিকারে ভালোবাসবে তার মধ্যে এই তিনটি লক্ষণ দেখতে পাবেন:

মেয়েদেরকে বলছি যে ছেলে আপনাকে সত্যিকারে ভালোবাসবে তার মধ্যে এই তিনটি লক্ষণ দেখতে পাবেন নাম্বার 100 একটু বেশি অধিকার খাটাবে তবে খারাপ কিছু অধিকার নয় ভালো কিছু যেমন আপনি কোন জায়গায় গেলে তাকে না বলে গেলে সে একটু রেগে যাবে নাম্বার 2 সে কখনোই চাইনা আপনি অন্য কোন ছেলের সাথে কথা বলেন সে চাইবে না আপনি কোন ছবি ফেসবুকে আপলোড করে নাম্বার 36 হাজার ব্যস্ততার মাঝেও আপনাকে ফোন করবে আপনার সাথে কথা বলবে সব ভালোবাসা গুলো শুরু হয় ছোট ছোট স্বপ্ন আর অনেক অনেক আশা নিয়ে আর বেশিরভাগ সম্পর্ক শেষ হয়ে যায় ছোট ছোট অবিশ্বাস আর অবহেলা কারণে একটা কালো মেয়ে আর একটা পকেট খালি ছেলেই বোঝে বাস্তবতা আসলে কি জিনিস কিছু মানুষের স্বভাব কোনদিন পাল্টাবে না তাদের যতই ভালোবাসা দাও তারা স্বার্থপরই থাকবে কিছু কিছু মানুষ আছে যারা হঠাৎ করেই বদলে যায় তারা কখনো ভাবে না তাদের এই হঠাৎ করে বদলে যাওয়ার প্রভাব অন্য কারো জীবনে অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়.


 কিছু মানুষ আছে অন্যের সফলতা দেখে কিন্তু সফলতার পিছনে কঠোর পরিশ্রম দেখেনা অন্যরা লাগায় কিন্তু বিপদে কখনো হাত বাড়ায় না অন্যের চরিত্র নিয়ে সমালোচনা করে কিন্তু নিজের চরিত্রের কখনো বদলায় না সব সময় হাসিখুশি থাকার মূলমন্ত্র জীবনে হাসি খুশি থাকার জন্য কিছু কিছু নিয়ম ত্যাগ করতে হবে নাম্বার 1 কোন বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করবেননা নাম্বার তুই অতীত নিয়ে ভাবা বন্ধ করতে হবে নাম্বার 3 কারো ওপর বেশি নির্ভর হয়ে পড়ার অভ্যাস ত্যাগ করতে হবে নাম্বার 4 সবাইকে খুশি রাখার চেষ্টা বন্ধ করে নিজেকে খুশি রাখার চেষ্টা করতে হবে নাম্বার পাস অন্যের সাথে কখনো নিজেকে তুলনা করবেন না নিজের সাথে নিজেকে তুলনা করবেন যদি তুমি কারো সাথে ভালোভাবে সম্পর্ক বজায় রাখতে চাও তাহলে তুমি সবসময় সেটাই বিশ্বাস করো যেটা তুমি তার সম্পর্কে জানো.

সেটা নয় যেটা তুমি অপরের মুখ থেকে শোনা কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার প্রথম লক্ষণ হল কথা না বলা কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার দ্বিতীয় লক্ষণ হলো ব্যস্ত আছি পরে কথা বলছি তারপরে অজুহাতের আর শেষ থাকে না কেউ অবহেলা উপেক্ষা করে ভালোবাসে আবার কেউ ভালোবাসা উপেক্ষা করে অবহেলা করে যদি কাউকে সত্যিই ভালোবাসে থাকেন শক্ত করে ধরে রাখুন কারণ প্রিয় মানুষটির শূন্যতা অনেক কাদায় একটা সময়ের পর আমরা বুঝতে পারি আবেগ দিয়ে দুনিয়া চলে না আর বাস্তবতা কখনো স্বপ্নের মত হয়না সবচেয়ে কষ্টের কাজ তো এটাই যখন প্রিয় মানুষটা নিজের হবে না জেনেও নিঃস্বার্থভাবে তাকে ভালবেসে যেতে হয় নিজের কষ্টের কথা কাউকে বলার চাইতে একাকিত্বের সাথে নিজেকে মানিয়ে নেওয়াটাই অনেক ভালো জীবনে অনেক ভুল করেছি আর সবথেকে বড় ভুল করেছি কিছু মানুষকে অন্ধের মত বিশ্বাস করে যাকে পেয়ে জীবনের সব কষ্ট ভুলে গিয়েছিলাম সেও এখন আমার কষ্টের কারণ হয়ে যাচ্ছে.


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url