বাড়ি বা ফ্লাট সবুজ গাছ দিয়ে বাগান করার টিপস

বাড়ি বা ফ্লাট সবুজ গাছ দিয়ে বাগান করার টিপস


বাগান করার টিপস:

গাছপালার শখ। বারান্দায় বাগান। কিন্তু কোন গাছের কেমন
যত্ন নিতে হবে ভাল করে জানা নেই। জানাচ্ছে সানন্দা। এক টুকরো সবুজে বদলে যায় সম্পূর্ণ প্রেক্ষিত। বাড়ি সাজাতে, মন ভাল করতে, নিছক শখ পূরণ করতে গাছপালার সঙ্গ বড় আদরের। আবার এই সঙ্গ ডিমান্ডিংও বটে। শুধু রাখলেই হবে না, তাদের যত্নআত্তিও দরকার, দরকার সাহচর্যের। ইচ্ছেমতো খানিকটা জল দিলাম, কখনও দিলাম না, তাহলে কিন্তু সে মুখ ফিরিয়ে নেবে। হরেকরকম গাছ, হরেকরকম নাম, বিচিত্র তাদের চরিত্র। কারও পছন্দ প্রখর সূর্যালোক, কেউ ভাল থাকে নিরিবিলি ছায়াঘেরা পরিবেশে। কারও চাহিদা বেশি, কেউ আবার অল্পেই তুষ্ট। কারও চেহারা সুঠাম, ঋজু, সুদৃঢ়, কেউ আবার লবঙ্গলতিকা। কেউ বহির্মুখী, সর্বদাই বাগান, বারান্দায় মন পড়ে রয়েছে, কেউ আবার ঘরকুনো। 

এত বিচিত্র চরিত্র বুঝে তবেই না তাদের আদর আপ্যায়ন সম্ভব আজকাল বেশিরভাগই ফ্ল্যাট, ছোট বড় নানা মাপের ফ্ল্যাট। কিন্তু সামনে বাগানওয়ালা বিরাট বাড়ি, পিছনে কিচেন গার্ডেন আজ শুধুই স্বপ্ন। সে না থাক, তাই বলে যা নেই তাই নিয়ে সারাক্ষণ আক্ষেপও কোনও কাজের কথা নয়। বরং যা আছে তাকে কতটা সুন্দর রাখা যায়, ভাল রাখা যায় সেই চেষ্টাই করা বাঞ্ছনীয়। এখন আসা যাক শহুরে সংক্ষিপ্ত ফ্ল্যাটে বা বাড়িতে গাছপালার যত্নের কথায়।

প্রথমেই দেখতে হবে আপনার কতটা জায়গা আছে, কটা টব রাখতে পারবেন। তারপর কতটা আলো-বাতাস আসে আপনার বাড়িতে। কারণ সব গাছেরই মোটামুটি আলো -বাতাসের প্রয়োজন। ইন্ডোর প্ল্যান্টেরও। অন্তত মাঝেমাঝে তো বটেই। গাছ এবং মাটি কিনতে হবে ভাল জায়গা থেকে।নিয়মিত জল দিতে হবে। ভিজে মাটিতে জল দিলে গোড়া পচে যাওয়ার আশঙ্কা থাকে। কোন গাছে কতটা জল প্রয়োজন আপনি নিজেই তা ধীরেধীরে বুঝে যাবেন। শুরু করুন শক্তপোক্ত, যত্ন করা সহজ এমন কোনও গাছ দিয়ে।



এমন একটি গাছ সংস অফ ইন্ডিয়া। বেশি রোদেও ভাল থাকে, আবার ঘরের ভিতরে একটানা দিন কুড়ি স্বচ্ছন্দে রাখা যাবে। শুধু খেয়াল রাখবেন ঘরে যেন যথাযথ ভেন্টিলেশনের ব্যবস্থা থাকে। ড্রাসিনা ফ্যামিলির গাছ এটি। সহজে পাতা ঝরে না এই গাছের। কাটিং থেকেও হয় এই গাছ। সকালে বা রাতে জল দিন গাছে। প্রখর রোদে জল দেবেন না। মাঝেমাঝে খুরপি দিয়ে গাছের গোড়া খুঁড়ে দেবেন। সংস অফ ইন্ডিয়া পরিবেশ সহায়ক। টক্সিন শোষণের ক্ষমতা প্রবল। ঘর সাজানোর জন্যও এই গাছ খুব সুন্দর। দোহারা গড়ন, হলুদ-
সবুজ পাতার গঠনেও নান্দনিক সুর। ঘরের কোনায় বেতের প্লান্টারে, সিঁড়ির কোনায় কিংবা কাঠের ছোট মই বানিয়ে তার উপর সাজিয়ে রাখুন সংস অফ ইন্ডিয়া। ভালবাসুন তাকে, যত্ন করুন, দেখবেন সেও আপনাকে ভরিয়ে রাখবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url