পরিকল্পনা অনুযায়ী শুক্রবারই চালু হয়ে গেল জোকা-তারাতলা মেট্রো
পরিকল্পনা অনুযায়ী শুক্রবারই চালু হয়ে গেল জোকা-তারাতলা মেট্রো
চালু হল জোকা-তারাতলা মেট্রো প্রধানমন্ত্রী সশরীরে উপস্থিত না থাকলেও পরিকল্পনা অনুযায়ী শুক্রবারই চালু হয়ে গেল জোকা-তারাতলা মেট্রো। এ দিন হাওড়া স্টেশনের অনুষ্ঠান থেকেই ভার্চুয়াল পদ্ধতিতে ওই মেট্রোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, হাওড়ার অনুষ্ঠান শেষে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো জোকায় মেট্রো স্টেশন দেখতে যেতে পারেন।
ডানকুনিতে ‘বন্দে ভারত’ থামতেই বিজেপি সমর্থকেরা ট্রেনটিকে ‘বরণ’ করলেন। ফুল ছুড়ে, পতাকা নেড়ে, নিজস্বী তুলে উদ্যাপন চলল। উৎসাহী সমর্থকদের কেউ কেউ ট্রেনে উঠেই ছবি তুললেন। ট্রেনের দাঁড়ানোর কথা ছিল এক মিনিট।
কিন্তু, উৎসবের জেরে তা পাঁচ মিনিটের বেশি সময় থমকে থাকে।
ঘড়িতে ১১টা বেজে ৪০ মিনিট। হাওড়া স্টেশনের ২২ নম্বর প্ল্যাটফর্ম থেকে বন্দে ভারত এক্সপ্রেসকে ছাড়ার সবুজ সঙ্কেত দিলেন ‘ভার্চুয়াল’ মাধ্যমে হাজির থাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে না উঠে নীচে দাঁড়িয়েই শুক্রবার বক্তৃতা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। “মাননীয় প্রধানমন্ত্রী আপনার মা, আমারও মা” বলে সমবেদনা জানান মমতা।
মঞ্চে বড় পর্দায় দেখা যায় তা শুনছেন প্রধানমন্ত্রী। জোকা মেট্রোর জমি অধিগ্রহণের জন্য মুখ্যমন্ত্রী কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে এবং মেট্রো নির্মাণের দরুন কষ্ট স্বীকারের জন্য বেহালাবাসীকে ধন্যবাদ জানান। এর পরেই মোদী ‘ভার্চুয়াল’ উদ্বোধন করেন। চলতে শুরু করে বঙ্গের বন্দে ভারত।
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url