Motivational Speech in Bengali: জীবনে সফল হওয়ার সঠিক পথ

 Motivational Speech in Bengali: জীবনে সফল হওয়ার সঠিক পথ



 জীবনের অভিজ্ঞতা থেকে অনেক কিছু অনুভব করার পরেই আমি এটা আপনাকে বলছি এখানে কোনো শর্টকাট নেই কয়েকদিন কয়েক মাসের চেষ্টাতেই কোন একটা কাজে বড় জায়গায় পৌঁছানো যাওয়া যায় না আর এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি যদি আপনি এরকম অধৈর্য হয়ে যান তাড়াতাড়ি কিভাবে সফলতা পাবেন তার জন্য চঞ্চল হয়ে ওঠেন তাহলে বছরের পর বছর কেটে যাবে আপনি কোথাও পৌছাতে পারবেন না একের পর এক বহুবার ট্রাই করবেন কিন্তু কাজের সফলতা পাবেন না আর এরকম ছোটাছুটি করতে করতে একসময় এগিয়ে যখন এক জায়গায় দাঁড়িয়ে পড়বেন তখন বুঝতে পারবেন যে এতদিন ধরে এত কিছু করেও আপনি কোথাও পৌঁছাতে পারেননি.


 যে জায়গা থেকে শুরু করেছিলেন ঘুরেফিরে এখনো সেই জায়গায় দাঁড়িয়ে আছে কিন্তু কেন আপনি কোথাও পৌঁছাতে পারেননি কেন আপনার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়ে গিয়েছে ঠান্ডা মাথায় নিজেকে নিজে যখন এই প্রশ্নটা করবেন তার একটাই উত্তর পাবেন সমস্ত কাজে অস্থিরতা আপনার মনের চঞ্চলতা প্রত্যেকবার একটা কাজ শুরু করে সেই কাজে ভীষণ তাড়াহুড়ো করা রেজাল্ট পাওয়ার জন্য ধৈর্য ধরে অধৈর্য হয়ে গিয়ে সেই কাজটা কে ছেড়ে দেওয়া আপনার এই ভুলগুলোর কারণে আপনি এখনো সফল হতে পারেননি তবে আমি জানি দাদা আপনার রক্ত এখনো ঠান্ডা হয়ে যায়নি আপনার ভিতরে রাবণ এখনো নিয়ে যায়নি আপনার আসা আপনার স্বপ্নগুলো এখনো মারা যায়নি সেগুলো আপনার হৃদয়ের প্রতিটি নিঃশ্বাসে জীবিত আছে অক্সিজেন মোটিভেশন আজ আপনাকে আবারও জাগিয়ে তুলছে নিরাশার বাতি নিভিয়ে আবারো আপনার ভিতরে আশার আলো জ্বালাতে চাইছে যাতে আপনি নিজের কাছেই যাতে আপনার স্বপ্নগুলো যেন কোনোভাবেই মিথ্যে না হয়ে যায় .


সাকসেস এটা কোন স্বপ্নের মায়াজাল না যে আপনি শুধু বসে বসে ভেবেই যাবেন এটা আপনার অস্তিত্বের প্রমাণ আপনার জীবনের উদ্দেশ্য আপনার প্রতিটি রক্তের ফোটায় মিশে আছে এই শব্দ টা কোন কিছু করার ইচ্ছা কিছু একটা পাওয়ার আশা করা কোনো কিছু হওয়ার কথা ভাবা আপনার ইচ্ছা আপনার বাসা আপনার কয় ভাবনাচিন্তা এইগুলো যথেষ্ট নয় এগুলো পাওয়ার জন্য আপনাকে উৎসর্গ করতে হবে আপনার প্রতিটি  স্যাক্রিফাইস আপনি যত বেশি  করবেন নিজেকে যত বেশি ডেডিকেট করবেন সেই জিনিসগুলো আপনার জীবনে আসার পসিবিলিটি তত বেড়ে যাবে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা আপনার ফোকাস এনার্জিকে কেন্দ্রবিন্দু করুন একটি জীবনের সমস্ত কিছু উৎসর্গ করে থাকুন তাতে যা কিছুই হোক না কেন.

সবাই অসম্ভব ভেবেছিল আমার দ্বারায় হবেনা:


সবাই অসম্ভব ভেবেছিল আমার দ্বারায় হবেনা সবাই মরেছিল সেটাকেই তাদের চোখের সামনে করে দেখানো এর থেকে বড় গর্বের বিষয় আর কিছুই নেই  সমস্ত কিছু প্রচেষ্টা আপনাকে কোন কাজে যেতে দেবে না তাই নিজের হান্ডেট পার্সেন্ট দিয়ে বার বার চেষ্টা করে যান কখনোই নিজের মনোবল ভেঙে পড়তে দেবেন না কখনোই কোনো সমস্যার কাছে হার মেনে নেবেন না আরো শক্তিশালী হয়ে ওঠে তার উন্নত হয়ে উঠুন আরও গতিশীল হয়ে উঠুক ধৈর্যশীল হয়ে উঠুন উঠুন প্রস্তুত নিজেকে আরো উন্নত বানাতে আপনি এখন প্রস্তুত আপনার ভিতরে ভয় সন্দেহ দুশ্চিন্তা এগুলো থেকে বেরিয়ে আসতে আপনি এখন প্রস্তুত  আমার সারা সপ্তাহ প্রতিটি দিন কাজ করার জন্য প্রতিটি সুযোগকে কাজে লাগানোর জন্য আপনি এখন প্রস্তুত আপনার কাছে যদি এই বিষয়টি সবচেয়ে পরিষ্কার হয়ে যায় যে আপনি কি হতে চান তাহলে প্রশ্ন ফাইট করার জন্য আপনাকে ফাইট করতে হবে 

আপনার নেগেটিভ চিন্তাভাবনা গুলোর সাথে আপনাকে ফোন করতে হবে আপনার মনোবল ভেঙে দিয়ে আপনাকে লক্ষ্যভ্রষ্ট করতে আসা প্রত্যেকটি সমস্যার সাথে ঘুরতে যেতে চান তার জন্য আপনাকে অনেক মূল্য দিতে হবে অনেক ধৈর্য্য ধরতে হবে অনেক শক্তি লাগাতে হবে অনেক এনার্জি খরচ হবে আপনাকে আরো শক্তি সর্বক্ষমতাবান হতে হবে কারণ সাকসেস অনেক মূল্যবান জিনিস আর পাঁচটা সাধারণ মানুষের মতো কাজ করে তাকে কখনোই পৌঁছাতে পারবেন না আপনার লক্ষ্যে আপনাকে তার থেকে বেশি পরিশ্রম করতে হবে তার থেকে বেশি ত্যাগ করতেই হবে তার থেকে বেশি সাহসী হতে হবে একজন পরিশ্রমী মানুষ যে জিনিস গুলো অর্জন করতে পারে একজন মানুষ কোনোদিনই সেগুলো অর্জন করতে পারে না কারণ সেই জিনিসটি পাওয়ার জন্য ও লোকদের থেকে পরিশ্রমীরা অনেক বেশি মূল্য দিয়ে থাকে অনেক বেশি লাভ করে থাকে নিজের উপরে অনেক বেশি বিশ্বাস রাখে.

 যত সময় না সেটা সফল হয়ে যায় তাই যদি আপনিও কিছু পেতে চান তাহলে আগে পরিশ্রমী হোন যদি আপনিও কিছু করতে চান তাহলে আগে পরিশ্রমী হোন পরিশ্রম প্রচেষ্টা উদ্যম এই যুদ্ধ ময়দানে এগুলোই আপনার একমাত্র অস্ত্র.

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url