কাতার বিশ্বকাপের বিমান ভাড়া, টিকিট,থাকা খাওয়ার খরচ!

 কাতার বিশ্বকাপের বিমান ভাড়া, টিকিট,থাকা খাওয়ার খরচ!



বিশ্বকাপ উন্মাদনা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ফুটবলপ্রেমী দের মধ্যে যদিও এখনো যথেষ্ট সময় বাকি কিন্তু দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ বলে কথা কেউ কেউ তো ইতিমধ্যেই কে বিশ্বকাপ নেবে সেটির বাংলাতে প্রেডিকশন শুরু করে দিয়েছে তবে আমরা আজ কোন প্রেডিকশন করতে যাচ্ছি না আমরা আজকে জানবো যদি বাংলাদেশ থেকে কেউ কাতারে গিয়ে খেলা উপভোগ করতে চায় তাহলে তার কি রকম খরচ হতে পারে আসলে বিশ্বকাপ খেলা কেইবা মাঠে বসে দেখছে না চায় তবে সবার তো আর 7 থাকলেও সাধ্য নেই তাই যাদের সাধ্য আছে তারাই চলে যান কাতার আর দেখে আসুন মেসি-নেইমারদের খেলার মাঠের গ্যালারিতে বসেই আগামী 21 নভেম্বর থেকে 18 ডিসেম্বর পর্যন্ত কাতারে আয়োজিত হতে যাচ্ছে বিশ্বকাপ ইতিমধ্যেই 32 টি দল নিষিদ্ধ হয়ে গেছে চূড়ান্ত হয়ে গেছে বিশ্বকাপের সময়সূচি ও এখন যারা সরাসরি খেলা দেখবেন কাতারে গিয়ে বা দেখার ইচ্ছে আছে তাদের প্রথমে কত খরচ হতে পারে.

সেটি নিয়ে চিন্তা হতে পারে আর এজন্য স্প্যানিশ সংবাদমাধ্যম কাতার একটি প্রতিবেদন প্রকাশ করেছে তারা হিসাব করে দেখেছে কেউ যদি তাড়াতাড়ি এগিয়ে বিশ্বকাপ দেখতে চায় তার মোটামুটি খরচ কত হতে পারে সেই খরচের দিকে একটু নজর দেয়া যাক বিশ্বকাপ ম্যাচের টিকিটের দাম টিকিটের দাম নির্দিষ্ট নয় তবে গ্রুপ পর্বে ম্যাচগুলোর টিকিট এর দাম 152 ডলার করে অর্থাৎ বাংলাদেশের মুদ্রায় 13000 টাকার কিছু বেশি স্বাভাবিকভাবেই পরের রাউন্ডে ম্যাচগুলোর টিকিট এর দাম আরো বেশি হবে ফাইনাল ম্যাচের টিকিটের দাম হবে সবচেয়ে বেশি যাত্রা খরচ কেমন হতে পারে সেটি দেখে নেই ঢাকা থেকে কাতারে কেউ যদি সরাসরি যেতে চান উড়ে যাওয়া ছাড়া বিকল্প নেই এ কোন ক্লাসের ফ্লাইটে যেতে চাইলে একজনের খরচ পড়বে লাখখানেক টাকা বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসবে স্বাভাবিকভাবে.

তখন টিকিটের দাম আরো বাড়বে আর কেউ যদি বিজনেস ক্লাসে যেতে চান সেক্ষেত্রে একজনের টিকিট খরচ পড়বে অন্তত এক লাখ টাকা বিশ্বকাপের আগে আরো দাম বাড়বে কমবে না এটা বলাই যায় এবার আসুন আবাসন খরচ কেমন হতে পারে সেটিও দেখেনি কাতারে যদি আপনার কোনো আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব থেকে থাকে তাহলে অভিনন্দন কয়েকদিন তাদের জ্বালিয়ে জ্বালিয়ে খেয়েদেয়ে আসতে পারবেন আরামছে তাহলে অবশ্যই খরচ বাবদ অতিরিক্ত খরচ করতে হচ্ছে না আপনাকে কিন্তু স্বাভাবিকভাবেই বিশ্বকাপ দেখতে যাওয়া বা বিশ্বকাপ দেখতে চাওয়া অধিকাংশ মানুষের সুবিধা থাকবে না এ কারণে সেখানে গিয়ে থাকার জন্য হোটেল এর খোঁজ করতে হবে কাতার জানিয়েছে একজনের জন্য প্রতিরাতের সম্ভাব্য হোটেল খরচ অন্তত 600 ডলার বাংলাদেশের হিসেবে যা প্রায় 52 হাজার টাকার সমান আর পরিবার নিয়ে থাকতে চাইলে হোটেল

খরচ বেড়ে দাঁড়াবে দেড় হাজার ডলারে অর্থাৎ 1 লাখ 30 হাজার টাকার মতো খরচ কেমন হতে পারে সেটিও দেখে নেয়া যাক যেখানেই যান না কেন না খেয়ে তো আর থাকবেন না কাতারের যে কোন ফাস্টফুড চাই না খেতে চাইলে প্রতিবেলায় অন্তত 60 ডলার করে খরচ হবে আপনার অর্থাৎ 600 টাকার মত কোন রেস্টুরেন্টে খেতে গেলে খরচ এর মাত্রা বেড়ে দাঁড়াবে 25 ডলারের প্রায় 2 হাজার টাকা খরচ এর মাত্রা দেখে নিজে রান্না করে খেতে চাইলেও খেতে পারেন তবে সে ক্ষেত্রে চালচুলো কিনতে গেলেও টাকা তো লাগবেই তাই সবচেয়ে ভাল হয় বাংলাদেশ থেকে চুলা নিয়ে গিয়ে রান্না করে খাবেন অথবা লাগে জাগোরে সিরিয় নিয়ে যেতে পারেন আসলে এটা সম্ভব নয় একটু মজা করছিলাম আরকি এবার আসুন কাতারে যাতায়াত খরচ কেমন হবে সেটিও দেখেনি হোটেল থেকে স্টেডিয়ামে যাওয়ার কোন খরচ নেই বিশ্বকাপের ম্যাচের টিকিট কাটার পরেই আপনাকে একটা ফ্যান.

Qatar World Cup airfare, tickets, and accommodation!

Air Ticket Fare: 75,000 - 100000

Hotel Room Fee: 52000/Day

The daily cost of eating: 600- 2000

Stadium tickets for each day of play: 13,000


ভিদেও একটা ফ্যান আইডি দেওয়া হবে যার নাম ফারিয়া কার্ড দেখলে ফ্রিতে হোটেল থেকে স্টেডিয়ামে যেতে পারবেন ম্যাচ দেখার জন্য বিভিন্ন আনুষঙ্গিক খরচ হিসাব করে কাতার জানিয়েছে কাতারের দশ দিন থাকতে চাইলে সম্ভাব্য খরচ পড়বে 7,871 ডলারের মত অর্থাৎ প্রায় সাত লাখ টাকা এখন যাদের সামর্থ্য আছে কাতার গিয়ে খেলা দেখার তারা তো যাবেই.

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url