Motivational Speech in Bengali: সকালে দিন শুরুর আগে এই পাঁচটি কথা বলুন
Motivational Speech in Bengali: সকালে দিন শুরুর আগে এই পাঁচটি কথা বলুন
ডক্টর এপিজে আবদুল কালাম স্যার বলতেন যে আপনি আপনার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবেন না কিন্তু আপনি আপনার অভ্যাস পরিবর্তন করতে পারবেন আর আপনার অভ্যাস একদিন আপনার ভবিষ্যত পরিবর্তন করে দেবে কালাম স্যার বলতেন যে প্রতিটি মানুষেরই সকালে উঠে সবার আগে নিজেকে এই পাঁচটি কথা বলা অবশ্যই দরকার এই অভ্যাসটা অনেক ছোট অনেক সাধারণ কিন্তু এটা যে কোন মানুষের জীবনে বড় পরিবর্তন আনার ক্ষমতা রাখে আর এটা প্রতিটি সফল লোকই জানে ও ব্যবহার করে আবদুল কালাম ছাড়া একটি গরিব পরিবারে জন্মগ্রহণ করেন কিন্তু নিজের পরিশ্রম অভ্যাসের কারণে তিনি অনেক সফল হয়ে দেখান আর গ্রামের গলি থেকে বাইরে বেরিয়ে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত পৌঁছে যান কালার বলতেন আমাদের সবার ঘুম থেকে উঠে নিজেকে এই পাঁচটা কথা বলা অবশ্যই দরকার প্রথম কথাটা হলো আমি সবার থেকে ভালো সকালে ঘুম থেকে উঠে একটিভ.
বড় লম্বা নিঃশ্বাস নিন আর নিজেকে বলুন আমি সবার থেকে ভালো আমার মত এই পৃথিবীতে আর কেউ নেই অনেক লোকের মনে হয় তো এখন প্রশ্ন আসছে যে আমি সবার থেকে ভালো কিভাবে হতে পারি আমার চারপাশে এমন অনেক লোক আছে যারা আমার থেকে অনেক ভাল তাদের সামনে তো আমি কিছুই না তাহলে একটা কথা ভুলবেন না যে আপনার কাজ এর ওপরে নির্ভর করে যে আপনার চিন্তা কেমন প্রতিটি দিন যা আপনি ভাববেন একদিন আপনি তেমনি হয়ে যাবেন রোজ আপনি নিজেকে যা বলবেন শুনবেন আর যা চিন্তা করবেন সেটাই আপনার সাবকনসাস মাইন্ড বিশ্বাস করে নেবে রোজ সকালে যখন আপনি নিজেকে বলবেন যে আমি সবার থেকে ভালো তখন আপনি ভালো ফিল করবেন আর যখন আপনার ফিলিংস ভালো হবে তখন আপনার চিন্তা ভালো হবে আর যখন আপনার চিন্তা ভালো হবে তখন আপনার কাজ ভালো হবে আর যখন আপনার কাজ ভালো হবে তখন তার রেজাল্ট ভালো হবে .
কালাম স্যার বলেছেন এই পৃথিবীতে প্রতিটি মানুষের জীবনেই বড় স্বপ্ন আছে কিন্তু 9% তারা তাদের স্বপ্ন পূরণ করতে অসফল হয়ে যায় এর পিছনের সব থেকে বড় কারণ হল এদের নিজের উপরে বিশ্বাস অনেক কম ধীরুভাই আম্বানি, রতন টাটা, বিল গেটস, মার্ক জুকারবার্গ, বা অন্য যেকোনো সফল ব্যক্তিরা আপনার থেকে আলাদা নয় আপনিও এদের মতই কারণ এরা অন্য কোন গ্রহ থেকে আসেনি তাই এরা পেরেছে অর্থাৎ আপনিও পারবেন তাই রোজ সকালে উঠে নিজেকে বলুন যে আমি এটা করতে পারব আর যখন রোজ আপনি এটা নিজেকে বলবেন তখন ধীরে ধীরে আপনার বিশ্বাস এতটাই মজবুত হয়ে যাবে যে আপনি আপনার বড় থেকে বড় স্বপ্নকে পূর্ণ করতে পারবেন.
তৃতীয় যে কথাটা সকালে উঠে আমাদের নিজেকে বলতে হবে সেটা হল ভগবান সব সময় আমার সাথে আছে লোকের জীবনে যখন কোন সমস্যা আসে ও খারাপ সময় চলে তখন তাদের মনে হয় যে এমন টা আমার সাথে কেন হচ্ছে উপরওয়ালা এতটা নির্দয় কি করে হতে পারে তাহলে মনে রাখবেন ভগবান যা করে ভালোর জন্যই করে আজ হয়তো আপনি ভাল কিছু দেখতে পাচ্ছেন না কিন্তু পরে আপনি বুঝতে পারবেন যা হয়েছিল সেটা ভালোর জন্যই হয়েছিল একবার ভেবে দেখুন যখন ভগবান রাত্রে গাছের ডালে ঘুমিয়ে থাকা পাখিকে নিচে পড়তে দেয় না সেই ভগবান আপনাকে কি করে একা ছেড়ে দেবে তাই এই বিশ্বাস ও ভরসা রাখুন যে ভগবান সব সময় আপনার সাথে আছে তাই রোজ সকালে উঠে নিজেকে এটা বলুন যে ভগবান সব সময় আমার সাথে আছে নাম্বার ফোর এরপর আবদুল কালাম স্যার যে কথাটা আমাদেরকে বলতে বলেছেন সেটা হলো আমি একজন বিজয়ী.
জীবনের সমস্যা আসতেই থাকবে আর যখন কেউ ফেল হয়ে যায় তখন সে নিজেকে লুজার মনে করে এবং হার মেনে নেয়ার চেষ্টা করাই ছেড়ে দেয় কিন্তু মনে রাখবেন প্রতিটি মানুষের প্রকৃতির একটি অংশ তাই প্রতিটি মানুষের মধ্যেই ভালো ও খারাপ দুটো গনি থাকবে যদি আপনি জয়ী হন তার জন্য দায়ী আপনি আর যদি আপনি অসফল হয়ে যান তার দায়িত্বটাও আপনাকেই নিতে হবে যখন ওইনার হবার প্রতিটি কোয়ালিটি আপনার মধ্যে আছে তখন নিজেকে রোজেটা বলতে সমস্যা কোথায় যে আমি একজন জয়িফ যখন আপনি এটা বলবেন অবিশ্বাস করবেন যে আমি একজন উইনার তখন আপনার চিন্তা মিনারের মতই হবে আপনার কাজ মিনারের মত হবে.
সবশেষে যে কথাটা কালাম স্যার আমাদের নিজেকে বলতে বলেছেন সেটা হলো যে আজকের দিনটা আমার সফলতা পাওয়া যায় না কিন্তু প্রতিদিনের করা পরিশ্রম প্রচেষ্টা সাহায্যে সফলতা একদিন অবশ্যই আপনার কাছে আসবে এখন পর্যন্ত আপনি যা করছেন এখনও যদি আপনি সেটাই করেন তাহলে রেজাল্ট আপনি সেটাই পাবেন যা এতদিন আপনি পেয়েছেন তাই নিজেকে বলুন এতদিন যা হয়েছে সেটা হয়ে গেছে কিন্তু আজকের দিনটা আমার আর আজকের এই দিনটিকে আমার জীবনের বেস্ট দিন তৈরি করব আপনার সফলতা কেবল এই কথার উপরেই নির্ভর করে যে আপনি আজ কি করবেন আর যে কাজ আপনি করবেন সেটা কে কতটা ভালো ভাবে করবেন তো বন্ধুরা ডক্টর কালাম স্যারের বলা এই পাঁচটি কথা যদি রোজ সকালে নিজেকে বলেন আর এই অভ্যেসটা নিজের মধ্যে তৈরি করতে পারেন তাহলে আপনি ও আপনার সব স্বপ্নকে সত্যি করতে পারবেন .
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url