Advanced Diploma in Fire & Industrial Safety এটা নিয়ে পড়লে নিশ্চিত চাকরি পাবে
Advanced Diploma in Fire & Industrial Safety এটা নিয়ে পড়লে নিশ্চিত চাকরি পাবে:
বর্তমান সময়ে ফায়ার এবং ইন্ডাস্ট্রিয়াল সেফটি নিয়ে ডিপ্লোমা করেন আপনার চাকরি নিশ্চিত পেতে পারেন কারণ এই ইঞ্জিনিয়ারিং বিভাগের বর্তমান সময়ে অনেক চাহিদা দেখা যাচ্ছে তাই আপনি এই ক্রস কমপ্লিট করলে নিশ্চিত চাকরি পেয়ে যাবেন আপনার নিজস্ব জেলা বা ভারতের যেকোনো কোম্পানিতে এর চাহিদা ওল গতিতে প্রত্যেকটা কোম্পানিতে বাড়তে দেখা যাচ্ছে এবং প্রত্যেকটা কোম্পানিতে এই বিভাগের ইঞ্জিনিয়ার দুই থেকে তিনটে রাখা বাধ্যতামূলক হচ্ছে তাই এই ইঞ্জিনিয়ারদের চাহিদা আছে।
তাই আজকের দিনে যদি খুব তাড়াতাড়ি একটি ভালো চাকরি পেতে চান তাহলে এই কোর্স কমপ্লিট করে খুব তাড়াতাড়ি চাকরি পেয়ে যেতে পারে এটা নিয়ে পড়া এমন কিছু কঠিন কাজ নয়। শুধু আপনাকে প্র্যাকটিক্যালি অনেক কিছু জানতে হবে সেফটি এবং কোম্পানির সিকিউরিটি সম্পর্কে এটি সাধারণত তিন বছরের কোর্স হয়ে থাকে কমপ্লিট হওয়ার পর নিশ্চিত চাকরি পেতে পারেন নিচে সমস্ত ডিটেলস দেয়া হলো ভালো করে পড়ে নিতে পারবেন।
আপনি কি গ্রাজুয়েশন করছেন????
তবে আজই ভাবুন আপনার কেরিয়ার নিয়ে। এখনই না ভাবলে অনেকটা দেরী হয়ে যাবে।
গ্রাজুয়েশন করতে করতেই আপনি করতে পারেন এই মুহুর্তের সবচেয়ে উপযোগী এবং চাকরীর বাজারে অত্যন্ত Demanded course - Advanced Diploma in Fire & Industrial Safety.
পূর্ব ভারতের সেরা ইন্সটিটিউট Eduvista Skillpower Academy গত 2011 থেকে অত্যন্ত দক্ষতার সাথে এই কোর্স করিয়ে আসছে। মাত্র একবছরের স্বল্প মূল্যের এই কোর্স করে, কোর্স শেষেই এখান থেকেই পাবেন চাকরী। যেমনটা পেয়েছে আমাদের 3000 ছাত্র।
Eduvista Skillpower Academy একটি West Bengal State Technical Council ( Government of West Bengal), MSME & National Skill Development corporation (NSDC) Govt. of India অনুমোদিত সংস্থা।
যারা নির্বাচিত হয়েছে fire & safety এর সেরা সংস্থা হিসেবে এবং যাদের রয়েছে এই কোর্সের সেরা Infrastructure, Faculty member এবং 11 বছরের অভিজ্ঞতা।
একবছরেই Safety officer হয়ে সম্মানের সাথে অর্জন করুন ভাল মাইনে।ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞদের মতে চাকরি উপযোগী সেরা কোর্স গুলির মধ্যে এটি অন্যতম
কেন করবেন Advance Diploma in Fire and Safety?
1. সাধারণ মেধার ছাত্ররা পড়তে পারেন এই কোর্স।
2. Fire and Safety Officer দের আকাশছোঁয়া চাহিদা।
3. কোর্স শেষ করার আগেই চাকরি পেতে পারেন।
4. অত্যন্ত সম্মানজনক পেশা।
5. সমস্ত স্টুডেন্টই একাধিক placement পেয়ে থাকে ।
6. স্বল্প কোর্স ফি এবং ইন্সটলমেন্টে ফি দেওয়ার সুবিধা।
7. আমাদের স্টুডেন্টরা L&T, Lloyed, Bluestar, Tata steel, Adani Power, BPCL, Pepsi, NMDL ইত্যাদি কোম্পানিতে কর্মরত। আমাদের মাধ্যমেই পাবেন চাকরির সহায়তা ।
Eduvista SkillPower Academy পূর্ব ভারতের সেরা প্রতিষ্ঠান. এটি একটি job Guaranteed কোর্স।
এই কেরিয়ার,কোর্স সম্বন্ধে বিশদ জানতে,সম্পূর্ণ বিনামূল্যে আমাদের counseling session এ যোগ দিন।ফোন করে নাম নথিভুক্ত করুন আজই।
কোর্স ফিস এর ওপর পান upto 20% Scholarship.
খুব সীমিত সংখ্যক সীট উপলব্ধ।
Eduvista Skillpower Academy
Kolkata & Haldia
Ph :7980626893 / 9330091565 / 9230509430
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url