Ajker Khobor Bangla: আজকের খবর | আজকে সারা দিনে ঘটে যাওয়া সেরা দশটি খবর (21/01/2023)

 


আজকের খবর | আজকে সারা দিনে ঘটে যাওয়া সেরা দশটি খবর (21/01/2023)


শিক্ষক বদলি নিয়ে কড়া হাই কোর্ট:

শিক্ষকদের বদলির বিষয়ে এ বার কড়া অবস্থান নিল কলকাতা হাইকোর্ট। প্রয়োজনে যে কোনও জেলার যে কোনও স্কুলেই শিক্ষক-শিক্ষিকাদের বদলি করা হতে পারে, এমনটাই বক্তব্য আদালতের। শুক্রবার কলকাতা হাই কোর্টে এক শিক্ষকের বদলি সংক্রান্ত মামলার শুনানি ছিল। বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে সেই শুনানিতে তিনি মন্তব্য করেন, ‘‘কোনও জঙ্গল আইন চলতে পারে না। যত শিক্ষক বদলির মামলা আছে, এ বার থেকে নির্দিষ্ট আইন প্রয়োগ করেই হবে। কলকাতার শূন্য ছাত্রের স্কুলের শিক্ষককে হাওড়ায় যেতেই হবে।’ শিক্ষক বদলির ক্ষেত্রে ‘প্রশাসনিক বদল’ সংক্রান্ত যে গাইডলাইন, তাতেই মান্যতা দিল আদালত। অর্থাৎ, ওই আইনে যে কোনও শিক্ষককে প্রয়োজনে যে কোনও জায়গায় বদলি করতে পারবে শিক্ষা দফতর। কলকাতার কোনও স্কুলে যদি ছাত্র না থাকে, তা হলে শিক্ষককে অন্য জায়গায় যেতে হবে। আইন করে এটা মেনে চলার কথা বলেছে আদালত।

সোনার দামে রেকর্ড:

জিএসটি ধরে ১০ গ্রাম পাকা সোনা পৌঁছে গেল ৬০,০০০ টাকার কাছে।

আটকানো যাচ্ছে না চড়তে থাকা সোনার দামকে। শুক্রবার কলকাতার বাজারে এই প্রথম ১০ গ্রাম পাকা সোনা (২৪ ক্যারাট) পৌঁছে গেল ৫৭,৮০০ টাকায়। জিএসটি নিয়ে দাম ৫৯,৫৩০ টাকা। অর্থাৎ তা এখন ৬০,০০০ টাকা ছুঁইছুঁই। বিপাকে ক্রেতা এবং গয়নার ব্যবসায়ীরা।

 বাড়ছে হাসপাতালে ভর্তির সংখ্যা:

করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে চিনে সাপ্তাহিক সর্বোচ্চ হারে আক্রান্তের হাসপাতালে ভর্তি হওয়ার খবর মিলেছে। বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’ একটি সাপ্তাহিক প্রতিবেদনে ওই তথ্য প্রকাশ করেছে। চিনে গত ১৫ জানুয়ারি পর্যন্ত সপ্তাহে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা আগের সপ্তাহের তুলনায় ৭০ শতাংশ বেড়ে ৬৩,৩০৭ হয়েছে।

নড্ডার পাল্টা সভা তৃণমূলের:

নদিয়ার বেথুয়াডহরিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডার জনসভার পাল্টা সভা করতে চলেছে তৃণমূল।শনিবার স্থানীয় জেসিএম মাঠে সেই পাল্টা সভা হবে। বৃহস্পতিবার নড্ডার সভায় জোট লোক এসেছিল, তার অন্তত তিন গুণ বেশি জমায়েত হবে বলে তৃণমূলের দাবি। মন্ত্রী ব্রাত্য বসু ও অভিনেতা সোহম চক্রবর্তী হাজির থাকতে পারেন বলে দলীয় সূত্রের খবর।

সহযোগিতার বার্তা গুগ্‌লের:

অ্যান্ড্রয়েড সফটওয়্যারের একচেটিয়া বাজারের সুযোগ নিয়ে প্রতিযোগিতার পরিবেশ নষ্টের অভিযোগ উঠেছে গুগ্‌লের বিরুদ্ধে। এই অভিযোগের বিরুদ্ধে আমেরিকার প্রযুক্তি সংস্থাটির আবেদন বৃহস্পতিবার খারিজ করে সুপ্রিম কোর্ট। শুক্রবার গুগ্‌ল জানিয়েছে, তারা আদালতের সিদ্ধান্ত বিশদে পর্যালোচনা করছে। ভারতীয় প্রতিযোগিতা কমিশনের সঙ্গে আগামী দিনে সহযোগিতাও করবে। তবে একই সঙ্গে যাবতীয় অভিযোগের বিরুদ্ধে আবেদনের পথ থেকে সরবে না।

 বিশেষত সুপ্রিম কোর্টের নির্দেশ যেহেতু অন্তর্বর্তী, তাই তাদের আবেদনের যোগ্যতা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলেই মনে করছে তারা। উল্লেখ্য, ভারতীয় প্রতিযোগিতা কমিশন গুগ্‌লকে প্রতিযোগিতার পরিবেশ নষ্ট করার অভিযোগে ১৩৩৭.৭৬ কোটি টাকা জরিমানা করেছিল। তার বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে জাতীয় কোম্পানি আইন আপিল ট্রাইবুনালে (এনসিএলএটি) যায় সংস্থা। সেই আবেদন খারিজ করে ট্রাইবুনাল বলে পরবর্তী শুনানি এপ্রিলে হবে। আগে জরিমানার ১০% দিতে হবে। তখন সংস্থা দ্বারস্থ হয় সুপ্রিম কোর্টের। বৃহস্পতিবার সেই আবেদনই খারিজ হয়েছে। শীর্ষ আদালত গুগ‌্‌লকে এক সপ্তাহ সময় দিয়েছে জরিমানার ১০% জমা করতে। এনসিএলএটি-কে বলেছে ৩১ মার্চের মধ্যে সংস্থার আবেদন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য।

এয়ার ইন্ডিয়াকে জরিমানা:

প্রস্রাব-কাণ্ডের ঘটনায় এয়ার ইন্ডিয়াকে ৩০ লক্ষ টাকা জরিমানা করল বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। একই সঙ্গে ডিজিসিএ নিউ ইয়র্ক-দিল্লিগামী বিমানটির পাইলট-ইন-কমান্ডের লাইসেন্স বাতিল করেছে। বিমান নিয়ন্ত্রক সংস্থা শুক্রবার এক বিবৃতি দিয়ে এই খবর জানিয়েছে। ওই ঘটনার জন্য এয়ার ইন্ডিয়ার ইন-ফ্লাইট পরিষেবার পরিচালককে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। সম্প্রতি ওই বিমানে শঙ্কর মিশ্র নামে এক ব্যক্তি মত্ত অবস্থায় সহযাত্রীর গায়ে মূত্রত্যাগ করেন। ওই ঘটনায় কর্তব্য গাফিলতির অভিযোগ ওঠে, পাইলট-সহ বিমানকর্মীদের বিরুদ্ধে।

যোগীর বিরুদ্ধে অভিযোগ সুইৎজ়ারল্যান্ডে:

২০১৯ সালের ডিসেম্বর থেকে ২০২০ সালের জানুয়ারি পর্যন্ত, নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)-এর বিরুদ্ধে রাজ্য জুড়ে চলা বিক্ষোভ নিষ্ঠুর ভাবে দমন করার অভিযোগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে অভিযোগ দায়ের হল সুইৎজ়ারল্যান্ডে। সুইস ফেডারেল প্রসিকিউটরের অফিসে সে দেশের দণ্ডবিধির ২৬৪ ধারায় (গণহত্যা ও মানবতারর বিরুদ্ধে অপরাধ) এই অভিযোগ দায়ের করেছে ‘গের্নিকা ৩৭ চেম্বারস’ নামে একটি আন্তর্জাতিক সংস্থা।

আবাসে বিক্ষোভ:

শামুকতলা: আবাস যোজনার তালিকায় নাম না থাকার অভিযোগ তুলে শুক্রবার আলিপুরদুয়ার ২ নং ব্লক অফিসের মূল গেট আটকে বিক্ষোভ শুরু করল পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর নেতা-কর্মীরা। তাঁদের অভিযোগ, ঘর না পাওয়ার অভিযোগ ব্লক প্রশাসনকে জানিয়েও এখনও পর্যন্ত লাভ হয়নি। বেলা ১০টা থেকে শুরু হওয়া বিক্ষোভের জেরে এ দিন সকাল থেকে বিডিও অফিসে ঢুকতে পারেননি কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ।

করোনা বাড়ছে, জানাল চিন:

সামনেই উৎসবের মরসুম। এ সময়ে বহু মানুষ শহরাঞ্চল থেকে বাড়ি ফেরেন চিনে। এই হিড়িকের জেরে করোনার হার ধীরে ধীরে ফের বৃদ্ধির আশঙ্কা বাড়িয়েছে প্রশাসনিক কর্তাদের মনে। স্বাস্থ্য আধিকারিকেরা জানাচ্ছেন, বিভিন্ন ক্লিনিকে কোভিড রোগীর সংখ্যা সম্প্রতি বেড়েছে। তাঁদের মধ্যে বেশির ভাগের অবস্থাই আশঙ্কাজনক।

স্কুলে আনাজ-বাগান করতে মিলবে টাকা:

উলুবেড়িয়া

রাজ্যের প্রাথমিক ও হাই স্কুলগুলিতে আনাজ-বাগান (কিচেন গার্ডেন) করার জন্য টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সর্বশিক্ষা মিশন। সেই মতো হাওড়া জেলায় হাই স্কুলগুলিতে তৎপরতা শুরু হলেও প্রাথমিকে তা এখনও ততটা নেই। জেলা প্রশাসন সূত্রের খবর, মিড-ডে মিলে আনাজের জোগান যাতে অব্যাহত থাকে, সেই কারণেই এই প্রকল্পে স্কুলগুলিকে উৎসাহ দেওয়া হচ্ছে।

তবে, সব স্কুল এই প্রকল্পে সুবিধা পাবে না। জেলা প্রশাসন জানিয়েছে, যে সব স্কুলের নিজস্ব জমি আছে, সেই স্কুলগুলিকেই বাগান করতে টাকা দেওয়া হবে। বাগান তৈরির জন্য স্কুলকে সংশ্লিষ্ট ব্লক প্রশাসনের কাছে আবেদন করতে হবে। তাতে জমির আয়তন বর্ণনা করতে হবে। সেই আবেদনের ভিত্তিতে ওই স্কুলকে টাকা দেবে ব্লক প্রশাসন।

জেলা প্রশাসন সূত্রের খবর, ইতিমধ্যে পরীক্ষামূলক ভাবে এই প্রকল্পটি চালু হয়েছে। জেলার অনেক স্কুল বাগান তৈরি করে আনাজ চাষ করছে। তাতে মিড-ডে মিলে আনাজ বাবদ খরচ কমেছে।

শ্যামপুরের নওদা নয়নচাদ বিদ্যাপীঠ এই প্রকল্পে আনাজ-বাগান তৈরি করেছে। প্রধান শিক্ষক অরুণাংশু বাজানি বলেন, ‘‘আমাদের স্কুলের জমি আছে। সেখানে আমরা সরকারি টাকায় আনাজ বাগান করেছি। মিড-ডে মিলে সেই আনাজ কাজে লাগে।’’

তবে, প্রাথমিক স্কুলে সেই উৎসাহ ততটা না-থাকা নিয়ে জেলা প্রাথমিক স্কুল শিক্ষা সংসদের সভাপতি কৃষ্ণ ঘোষ বলেন, ‘‘প্রাথমিক স্কুলগুলির অধিকাংশের নিজস্ব পর্যাপ্ত জমি নেই। যাঁদের আছে তাঁরা এ ব্যাপারে খুব উৎসাহী।’’

জেলা পরিষদের শিক্ষা সংক্রান্ত স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ শ্রীধর মণ্ডল বলেন, ‘‘মিড-ডে মিলে স্কুলের বাগানের আনাজ ব্যবহার করা হলে বাজার থেকে কেনার খরচ কমে। পড়ুয়ারাও টাটকা আনাজ পেতে পারে। সেই উদ্দেশ্যেই প্রকল্পটি করা হয়েছে। এটি বেশ উপযোগী।’’

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url