Cricket Update: সচিনের রেকর্ড ভাঙলেন বিরাট

 Cricket Update: সচিনের রেকর্ড ভাঙলেন বিরাট


সচিনের রেকর্ড ভাঙলেন বিরাট:

ঘরের মাঠে ওয়ান ডে-তে সচিন তেন্ডুলকরের সবচেয়ে বেশি শতরানের রেকর্ড ভেঙে দিলেন বিরাট কোহলি। গুয়াহাটিতে প্রথম ম্যাচের পরে আজ রবিবার তৃতীয় দ্বৈরথেও রবিবার তিনি ৮৫ বলে অনবদ্য শতরানে পৌঁছে যান। যা তাঁর একদিনের ম্যাচে ৪৬ তম শতরান ও ঘরের মাঠে ২১ তম। একদিনের বিশ্বকাপের আগে তাঁর নিয়মিত বড় রানের ইনিংস খেলাটা ভারতের পক্ষে সবচেয়ে ইতিবাচক ঘটনা বলে মনে করছেন বিশ্লেষকেরা। 

প্রসঙ্গত, ২০২২ সালের ডিসেম্বরে বাংলাদেশ সফরের শেষ ম্যাচেও তিনি শতরান করেন। আর গুয়াহাটিতে করেছিলেন ১১৩, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচে। তবে দ্বিতীয় ম্যাচে মাত্র ৪ রান করে ইডেনেতিনি আউট হয়ে যান। ফলে ক্রিকেট জীবনে দ্বিতীয় বার শতরানের হ্যাটট্রিক করার সুযোগ হাতছাড়া করেন। এ দিন রোহিত শর্মা ও শুভমন গিলের ওপেনিং জুটি ৯৫ রান তুলে দেওয়ার পরে তিনি ব্যাট করতে নামেন। কোহলি পাশাপাশি গিলের সঙ্গে জুটিতে তোলেন ১১৩। তিনি এই মুহূর্তে সচিনের ওয়ান ডে-তে সর্বাধিক ৪৯টি শতরানের রেকর্ডের থেকে মাত্র তিনটি শতরান দূরে রয়েছেন। কোহলি এ দিন তাঁর ৪৬তম শতরান করেন ২৬৯ ম্যাচে। এ দিনের ইনিংসের পথে তিনি বেশ কিছু নজির ভাঙেন। যেমন ঘরের মাঠে সচিনের সর্বাধিক ২০টি ওয়ান ডে শতরানের রেকর্ড। সচিন যা করেছিলেন ১৬৪ ম্যাচ। সেখানে কোহলি রেকর্ড ভাঙলেন ১০৫ ম্যাচেই।

ঘরের মাঠে প্রচুর শতরান যাঁরা করেছেন তাঁদের প্রথম পাঁচ—

১) বিরাট কোহলি ২১টি ১০৫ ম্যাচে

২) সচিন তেন্ডপুলকর ২০টি ১৬৪ ম্যাচে

৩) হাসিম আমলা ১৪টি ৬৯ ম্যাচে

৪) রিকি পন্টিং ১৩টি ১৫৩ ম্যাচে

৫) রস টেলর ১২টি ১১০ ম্যাচে।

এ ছাড়াও কোহলি ভাঙেন ভারতীয়দের মধ্যে কোনও একটি দেশের বিরুদ্ধে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ওয়ান যে শতরানের রেকর্ড। শ্রীলঙ্কার বিরুদ্ধে কোহলি করলেন তাঁর দশম শতরান। সেখানে সচিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে করেছিলেন ৯টি শতরান। কোহলি কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও ৯টি শতরান করেছেন। এমনিতে গুয়াটিতে এই সিরিজ়েই প্রথম শতরানের পথে তিনি দু’বার সুযোগ দিয়েছিলেন। কিন্তু রবিবার তিনি একটাও সুযোগ দেননি। শেষপর্যন্ত অপরাজিত থাকেন ১১০ বলে ১৬৬ রানে। তিনি মেরেছেন ১৩টি বাউন্ডারি ও ৮টি ছক্কা।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url