Hami 2: হামি ২ সিনেমার সম্পূর্ণ কাহিনী জেনে নিন

হামি ২ সিনেমার সম্পূর্ণ কাহিনী জেনে নিন


হামি ২

পরিচালনা: নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়

অভিনয়: শিবপ্রসাদ মুখোপাধ্যায়, গার্গী রায়চৌধুরী, খরাজ মুখোপাধ্যায়, অঞ্জন দত্ত

রেটিং: ৩/৫

কিছু ছবি হয় যা সামাজিক বার্তা ছড়িয়ে দেয়, আবর কিছু ছবি হয় যা শুধুই বিনোদন জোগায়। তবে পরিচালকের আসনে যখন নন্দিতা রায় আর শিবপ্রসাদ মুখোপাধ্যায় থাকেন, তখন বিনোদন এবং সামাজিক বার্তা দুটোরই প্রত্যাশা করা যায়। আর এই ক্ষেত্রেও তাঁরা অসফল হননি। ‘রামধনু’ এবং ‘হামি’র পর আরও একবার ফেরত এলো লাল্টু (শিবপ্রসাদ) ও মিতালি (গার্গী)। ছবির নাম ‘হামি ২’ হলেও, এই ছবির সঙ্গে আগের ‘হামি’র কোনও সম্পর্ক নেই। শুধু চরিত্রগুলো রয়ে গিয়েছে।

 তাদের দুই বাচ্চা ভেঁপু (ঋতদীপ) ও চিনুকে (শ্রেয়ান) নিয়ে লাল্টু-মিতালির সংসার। ভেঁপুর মধ্যে অসীম প্রতিভা। সে ৪৩-এর নামতা গড়গড়িয়ে বলতে পারে, কঠিন যোগ-বিয়োগ নিমেষের মধ্যে করে ফেলে, মহাকাব্যের গল্প, সব তার মুখস্থ। ভেঁপুর এই প্রতিভা নিয়ে তার মায়ের গর্বের শেষ নেই এবং সে চাইল্ড আর্টিস্ট এজেন্ট প্রশান্তের (খরাজ) চোখে পড়ে। ব্যস, ভেঁপুর জনপ্রিয় হওয়া আর আটকায় কে! লাল্টুর বাংলা মাস্টারমশাই নিতাই জ্যাঠাও (অঞ্জন) এই বিস্ময় বালককে নিয়ে হতবাক। তবে এই চক্করে ভেঁপুর শৈশব, খেলাধুলো, স্বাভাবিক জীবনযাপন ক্ষতিগ্রস্ত হয় ঠিকই, কিন্তু সে হয় ওঠে বাবা-মায়ের উপার্জনের অস্ত্র। গল্পের বাকিটা প্রেক্ষাগৃহের জন্য তোলা থাক। 

এই ছবির সবচেয়ে জোরালো দিক হল চিত্রনাট্য। যদিও শেষের দিকে গিয়ে সেখানে মেলোড্রামার অংশ কম হলে ছবি নিঁখুত হত। ছবিতে সকলের অভিনয় দুরন্ত হলেও, আলাদা করে নজর কাড়েন অঞ্জন দত্ত। অনিন্দ্য চট্টোপাধ্যায়ের মিউজ়িক শুনতে ভাল লাগে। তবে ছবির শেষদিকটা আরও একটু এডিট করলে ভাল হত।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url