Mayakumari: মায়াকুমারী - এই নতুন বাংলা সিনেমার কাহিনী সম্পর্কে জেনে নিন
মায়াকুমারী - এই নতুন বাংলা সিনেমার কাহিনী সম্পর্কে জেনে নিন
"মায়াকুমারী"
পরিচালনা: অরিন্দম শীল
অভিনয়: আবির চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, অরুণিমা ঘোষ, ইন্দ্রাশিস রায়
রেটিং: ২.৫/৫
বাংলা সিনেমার ১০০ বছরের ঘটনাবহুল যাত্রাপথকে নিজের এই ছবির মাধ্যমে ট্রিবিউট জানিয়েছেন অরিন্দম শীল। অন্তত ছবির প্রচারে তেমনটাই বলেছিলেন তিনি। যদিও সিনেমা দেখতে গিয়ে দেখা গেল একটি বিশেষ সময়ের বিশেষ জুটির গল্প বলার মাধ্যমে বাংলা সিনেমাকে শ্রদ্ধা জানিয়েছেন তিনি। তিন চার দশকের মায়া (ঋতুপর্ণা) এবং কানন (আবির) জুটির গল্প বলে এই ছবি। কোনও একটি বিশেষ অঘটনের কারণে সিনেমা জগৎ থেকে সরে যান মায়াকুমারী। আত্মহত্যা করেন তিনি। কিন্তু কী সেই অঘটন? তাঁর সেই গল্পই মিশে যায় এই সময়ে, যখন কাননের বংশের ছেলে আহির (আবির) এবং নতুন নায়িকা রুনি (অরুণিমা) এই মায়া-কানন জুটিকে নিয়ে ছবি তৈরি করতে আসে।
অরিন্দম এবং শুভেন্দু দাশমুন্সী বেশ মুন্সিয়ানার সঙ্গে গল্প লিখেছেন, সন্দেহ নেই। প্লটটি চেনা হলেও, অরিন্দম চেষ্টা করেছেন নতুনভাবে তাকে প্রকাশ করার। চিত্রনাট্যে বারবার এসেছে কানন দেবী, সুচিত্রা সেনের কথা। কাননকুমারকে ‘কুমার সাহেব’ ডাক প্রমথেশ বড়ুয়ার কথা মনে পড়ায়। কিন্তু মুশকিল হল, ছবির গল্পটি ভাল হলেও, সেটিকে সিনেমার রূপ দিতে গিয়ে কোনও নতুন আখ্যানভঙ্গির অবতারণা করেননি অরিন্দম। ফলে মায়াকুমারী সাহিত্য রসসিক্ত হলেও, সিনেমার ক্ষেত্রে একটু সাদামাটাই থেকে গিয়েছে।
ঋতুপর্ণা, আবির, অরুণিমা, ইন্দ্রাশিস,সৌরসেনী, অর্ণ, অম্বরীশদের অভিনয়ভাল লেগেছে।তবে আলাদা করে বলতে হয় রজতাভ দত্তর নাম, ‘শীতল’-এর চরিত্রে তিনি খুব ভাল। সঙ্গীতের ক্ষেত্রে বলতে হয়, গানগুলো সিনেমার সঙ্গে, সময়ের সঙ্গে সম্পৃক্ত না হলেও, শুনতে ভাল লেগেছে। সবদিক থেকে ‘মায়াকুমারী’ একবার দেখাই যায়। কিন্তু শতবর্ষে দাঁড়িয়ে এর প্রভাব আর একটু বেশি হওয়া দরকার ছিল।
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url