Messi: সৌদিতে যাবেন মেসিও?

 সৌদিতে যাবেন মেসিও?


ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পরে লিয়োনেল মেসিও কি যেতে পারেন সৌদি আরবের ক্লাবে? আন্তর্জাতিক ক্লাবের দলবদল দুনিয়া তোলপাড় সেই সম্ভাবনা নিয়ে।

আন্তর্জাতিক দলবদল বাজারে জোর জল্পনা ছড়িয়েছে যে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পরে এ বার লিয়োনেল মেসিও নাকি সৌদি আরব-মুখী। রোনাল্ডোকে রেকর্ড অর্থে কিনেছে সৌদির আল নাসের ক্লাব। আর তাদের প্রতিদ্বন্দ্বী ক্লাব আল হিলাল নাকি বার্ষিক ৩০০ মিলিয়ন ডলার দিয়ে তুলে নিতে চায় মেসিকে। সৌদি আরবে আল নাসের বনাম আল হিলাল মানে কলকাতার ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বি। একটি ক্লাব রোনাল্ডোকে এনে প্রবল জনসমর্থন জিতে নিয়েছে। আল নাসেরের জনপ্রিয়তা তুঙ্গে। তাদের নিয়ে আগ্রহ বেড়ে গিয়েছে অনেক গুণ। তার সঙ্গে পাল্লা দিতেই এমন পরিকল্পনা করছে প্রতিদ্বন্দ্বী আল হিলাল, তেমনই চর্চা চলছে ট্রান্সফার দুনিয়ায়। যা সত্যি হলে ফুটবলের সেরা দ্বৈরথ যা এক সময় স্পেনে হুল্লোড ফেলেছিল, সেই ক্লাসিকো চলে যাবে মরুদেশে।

যদিও মেসির ঘনিষ্ঠমহলকে উদ্ধৃত করে কোনও কোনও বিদেশি সংবাদপত্র লিখেছে, সৌদির ক্লাব থেকে তিনি কোনও প্রস্তাব পাননি। এঁদের বক্তব্য, সদ্য আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতা মহাতারকা প্যারিসেই থাকছেন। এই গ্রীষ্মে পিএসজি-র সঙ্গে তাঁর চুক্তি শেষ হবে ঠিকই, তবে সেই চুক্তি নবীকরণ নিয়ে দু’পক্ষের কারও সংশয় নেই। যদিও কাতারে বিশ্বকাপ, সি আর সেভেনের সৌদির ক্লাবে যোগ দেওয়া, সব মিলিয়ে জল্পনা জোরাল হয়েছে মধ্যপ্রাচ্যই তারকা ফুটবলারদের পরের গন্তব্য হতে যাচ্ছে কি না। ধনকুবেরদের অর্থ যে বড় তারকাদের আগ্রহ বাড়াবে, তা নিয়ে সন্দেহ নেই।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url