Shikarpur: 'শিকারপুর' বাংলা সিনেমার সম্পূর্ণ কাহিনী জেনে নিন

 'শিকারপুর' বাংলা সিনেমার সম্পূর্ণ কাহিনী জেনে নিন


শিকারপুর

পরিচালক: নির্জর মিত্র

অভিনয়: কৌশিক গঙ্গোপাধ্যায়, অঙ্কুশ, সন্দীপ্তা সেন, কোরক সামন্ত, সায়ন ঘোষ

রেটিং: ৭/১০


বাংলা ওয়েব সিরিজ় সাবালক হচ্ছে। যৌনতা, সম্পর্কের অনাবশ্যক জটিলতা থেকে বেরিয়ে কোনও গোঁজামিল ছাড়াই অতি সুচারুভাবে রহস্যের অঙ্ক মেলাচ্ছে আর সেটা মেলাচ্ছে নতুন প্রজন্মের পরিচালকদের হাত ধরেই। নির্জর তার সবচেয়ে বড় প্রমাণ। 

ন’টি এপিসোডের গল্পে সুন্দরভাবে রহস্যের জাল বুনেছেন আবার ছাড়িয়েওছেন। উত্তরবঙ্গের শহর শিকারপুরে কেষ্ট (অঙ্কুশ) ফোটোগ্রাফির দোকান চালায় আর ভাড়া থাকে দীনদয়ালের (কৌশিক) বাড়িতে। কেষ্ট গোয়েন্দা হতে চায়, তাই এককালের বিখ্যাত গোয়েন্দা দীনদয়ালের কাছে শিক্ষণবিশী করে। হঠাৎ করেই শিকারপুরে পিছলা ভূতের উপদ্রব শুরু হয় আবার পরপর খুনও হতে থাকে। এবার সেই ভূতের কেস আসে কেষ্টর কাছে আবার  ঘটনাক্রমে খুনের কেসও চলে আসে। 

অভিনয়ে সকলের ‘ওস্তাদ’ কৌশিক হলেও বলতেই হবে অঙ্কুশের কথা। আফসোস হয় এই অঙ্কুশকে কেন পরিচালকরা আগে ব্যবহার করেননি! কী অসাধারণভাবে অতি অভিনয়কে এড়িয়ে, ইমেজের তোয়াক্কা না করে ছবির প্রতিটি সিনে ‘কেষ্ট’কে এগিয়ে দিয়েছেন। আশা করব এবার পরিচালকরা অঙ্কুশকে নিয়ে নতুন করে চিন্তাভাবনা করবেন। সন্দীপ্তাকেও ভাল লেগেছে। 

আর ভাল লেগেছে কেষ্টর সহকারী বল্টু ওরফে কোরককে। কেষ্ট-বল্টুর জুটি ব্যোমকেশ-অজিত, ফেলুদা-তোপসের চেয়ে আলাদা আর সেটাই মজা লাগে। তবে চিত্রনাট্য একেবারে ক্রুটিমুক্ত তাই বা বলি কী করে...ন’টি এপিসোডের আগেই শেষ করা যেত সিরিজ়টি।কিছু সাবপ্লট না থাকলেও ক্ষতি হত না।  তাই সবদিক দিয়ে দেখতে গেলে অভিনেতারাই আসল কাজটি উতরে দিয়েছেন বলেই ব্যাপারটি বেশি উপভোগ্য হয়েছে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url