আজকের সংবাদ: সারাদিনে ঘটে যাওয়া সেরা 10 টি বাংলা খবর ( 20/01/2023)


ব্যাটারি চালিত ভেসেল নির্মাণ:

গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনয়ার্স কারখানায় বৃহস্পতিবার রাজ্যের প্রথম ব্যাটারি চালিত ভেসেল নির্মাণের সুচনা হল। রাজ্য পরিবহণ নিগম এবং গার্ডেন রিচ শিপ বিল্ডার্সের মধ্যেই ওই ভেসেল নির্মাণ নিয়ে আগেই মৌ চুক্তি সম্পাদিত হয়েছিল। প্রায় ২৪ মিটার লম্বা ব্যাটারি চালিত ওই ভেসেল ১৫০ জন যাত্রী বহনে সক্ষম। ঘণ্টায় ২১০ কিলোওয়াট পর্যন্ত শক্তি জোগান দিতে পারে এমন ব্যাটারি দিয়ে ওই ভেসেল চালানো হবে। ঘণ্টায় এর সর্বোচ্চ গতি হবে ১০ নটিক্যাল মাইল। মূলত হুগলি নদীতে যাত্রী পারাপারের কাজে ওই ভেসেল ব্যবহার হবে। এ দিন ওই ফেরির নির্মাণ কাজের সূচনা অনুষ্ঠানে রাজ্যের পরিবহণ সচিব বিনোদ কুমার, রাজ্য পরিবহণ নিগমের ডিরেক্টর রাজন বীর সিংহ ছাড়াও গার্ডেন রিচ শিপ বিল্ডার্সের আধিকারিকরা উপস্থিত ছিলেন।

মোদীর আসার আগেই ভাঙল তোরণ:

মহারাষ্ট্র সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে (বিকেসি) একটি তোরণ তৈরি করা হয়েছিল। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর আগমনের কয়েক ঘণ্টা আগেই তা ভেঙে পড়ে। সমাজ মাধ্যমে প্রকাশিত একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, বেশ কয়েকজন পুলিশ কর্মী ভেঙে পড়া কাঠামোটি তুলতে চেষ্টা করছেন। যদিও এই ঘটনায় কেউ গুরুতর আহত হননি বলে সূত্রের খবর।

ছাত্র ভোটের দাবিতে বিক্ষোভ:

এক দিকে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দাবি-সহ চার দফা দাবিতে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এসএফআই মঙ্গলবার থেকে ক্যাম্পাসের পোর্টিকোতে অবস্থান চালাচ্ছে। অন্য দিকে বৃহস্পতিবার ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্র সংগঠন ইন্ডিপেন্ডেন্টস্ কনসলিডেশন বিক্ষোভ দেখাল। ক্যাম্পাসের বাইরে এসে কিছু সময়ের জন্য তারা কলেজ স্ট্রিট অবরোধও করে।

দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক নড্ডার:

নদিয়ার বেথুয়াডহরিতে জনসভা শেষ করে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা বৈঠক করলেন দলীয় নেতাকর্মীদের সঙ্গে। বৃহস্পতিবার জনসভা শেষ হয় বেলা চারটে নাগাদ। তার পরই একটি বেসরকারি ভবনে বৈঠকে বসেন তিনি।

মমতাকে আক্রমণ:

নাকাশিপাড়ায় বিজেপির সভায় জে পি নড্ডা বলেন, "দিদি, নরেন্দ্র মোদী টাকা পাঠাবেন আর এখানে দুর্নীতি চলবে? আপনি চুরিও করবেন আবার গা-জোয়ারিও করবেন। আমরা কিন্তু ধরব, জেলেও ভরব। মোদী সরকার ইমামদার সরকার, আপনার সরকার, বেইমান সরকার।"

বিশ্বভারতী নিয়ে মিছিল বামেদের:

বোলপুর: বিশ্বভারতীতে পড়াশোনার সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে পথে নামার কথা আগেই ঘোষণা করেছিল বামেরা। সেই পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী  বৃহস্পতিবার বিশ্বভারতীর বর্তমান অবস্থার পরিবর্তন, অধ্যাপক ও পড়ুয়াদের  সাসপেনশন প্রত্যাহার-সহ একাধিক দাবিতে বামেদের তরফে বোলপুর রেল ময়দান থেকে একটি প্রতিবাদ মিছিল শুরু হল। মিছিলে উপস্থিত রয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য রামচন্দ্র ডোম-সহ বামফ্রন্টের রাজ্য নেতৃত্ব। মিছিল শেষে একটি সভা হওয়ার কথা।

বিনিয়োগ-বান্ধব পরিবেশ:

ট্রেড লাইসেন্স, জলের সংযোগ এবং ট্রেড লাইসেন্সের নবীকরণ, এই তিনটি কাজ এত দিন পৃথক ভাবে করা হচ্ছিল। কিন্তু এখন থেকে এই তিনটি কাজ রাজ্য সরকারের শিল্পসাথীর ‘এক জানলা’ ব্যবস্থার মাধ্যমে করা হবে। রাজ্যে বিনিয়োগকারীদের সুবিধার জন্য এই পরিবর্তন করা হয়েছে বলে রাজ্য পুর ও নগরোন্নয়ন দফতর সূত্রের খবর।

৩৮,৮০০ কোটির শিলান্যাস:

মুম্বইতে বৃহস্পতিবার প্রায় ৩৮,৮০০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ দিন ‘মুম্বই ১’ নামে একটি মোবাইল অ্যাপ এবং ন্যাশনাল কমন মোবিলিটি কার্ড-এর উদ্বোধন করবেন তিনি। যার মাধ্যমে ভ্রমণ করা আরও সহজতর হবে এবং ডিজিটাল লেনদেন করা যাবে। এ ছাড়াও মুম্বই মেট্রোর ‘২ এ’ এবং ৭ নম্বর লাইনের সূচনা করবেন প্রধানমন্ত্রী মোদী।

অভিষেককে মঞ্চে ডাক:

আলিপুরদুয়ারের হাসিমারায় সুভাষিনী চা বাগান ময়দানের সরকারি অনুষ্ঠানের মঞ্চে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নামমাত্র সময়ের জন্য ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে রাজনৈতিক নেতা হিসাবে নয় লোকসভার সদস্য হিসাবে। মমতা পরিষ্কার করে দেন, ‘‘এখানে ও বসবে না। আমার সঙ্গে এসেছে। লোকসভার সাংসদ তাই ডাকলাম। ও আসতে চায়নি।’’ অভিষেক মঞ্চে উঠে জনতাকে নমস্কার করে সঙ্গে সঙ্গে নেমে যান।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url