Viruses and bacteria: হিমবাহ গলার ফলে ভাইরাস ও ব্যাক্টিরিয়ার স্পিলওভার চিন্তায় ফেলছে বিজ্ঞানীদের

হিমবাহ গলার ফলে ভাইরাস ও ব্যাক্টিরিয়ার স্পিলওভার চিন্তায় ফেলছে বিজ্ঞানীদের


বাড়ছে ভাইরাসের ঝুঁকি (Viruses and bacteria) :

উষ্ণায়নের কারণে হিমবাহ গলার ফলে ভাইরাস ও ব্যাক্টিরিয়ার স্পিলওভার চিন্তায় ফেলছে বিজ্ঞানীদের

বিশ্বজুড়ে মানুষ যখন অতিমারির প্রভাব কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছে, তখন বিজ্ঞানীরা জানাচ্ছেন যে আগামী দিনে যে অতিমারি আসবে, তা বাদুড় বা পাখি থেকে নয়, হিমবাহ গলার কারণে হতে চলেছে। উষ্ণায়নের কারণে এমনিতেই পৃথিবীর বিভিন্ন প্রান্তে হিমবাহ গলছে। আর সেটাই চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে বিজ্ঞানীদের জন্য। 

কারণ, মাটির জিনগত বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে এর কারণে ভাইরাস স্পিলওভারের ঝুঁকি অনেক বেড়ে গিয়েছে। ভাইরাস যখন কোনও নতুন হোস্ট-এর সংস্পর্শে আসে, তখন সে যদি সেই হোস্টকে সংক্রমিত করে এবং তার মধ্যে বাড়তে থাকে, তখন তাকে ‘ভাইরাস স্পিলওভার’ বলা হয়। প্রসিডিংস অব রয়্যাল সোসাইটি বি: বায়োলজিক্যাল সায়েন্সেস-এ প্রকাশিত এক গবেষণাপত্রে বিজ্ঞানীরা এই নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করেছেন যে উষ্ণায়নের কারণে কী ভাবে এই ধরনের ‘স্পিলওভার’ হতে পারে।

 তাঁদের সবচেয়ে চিন্তার বিষয় হিমবাহের গলা, যার কারণে এর মধ্যে আটকে থাকে প্রচুর ভাইরাস ও ব্যাক্টিরিয়া বাইরে বেরিয়ে আসবে। এগুলি প্রথমে বন্য জীবজন্তুকে সংক্রমিত করবে এবং তাদের থেকে শেষপর্যন্ত এই ভাইরাস ও ব্যাক্টিটিয়া ছড়িয়ে পড়বে মানুষের মধ্যে। ঠিক যেমনটা হয়েছিল সারস-কভ-২ ভাইরাসের ক্ষেত্রে। 

যদি উষ্ণায়নের প্রভাব উত্তর দিকে আরও ছড়িয়ে পড়ে তা হলে হায়ার আর্কটিক অঞ্চল এই ধরনের অতিমারি সৃষ্টিকারী ভাইরাসদের উৎসভূমিতে পরিণত হতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা। এই সূত্রে বিজ্ঞানীদের দল হেজ়ন হ্রদ থেকে মাটি ও পলির স্যাম্পল সংগ্রহ করেন। হেজ়ন হল বিশ্বের সবচেয়ে বড় হাই আর্কটিক বিশুদ্ধ পানির হ্রদ। গবেষণাগারে মাটি ও পলির আরএনএ এবং ডিএনএ স্যাম্পলের সঙ্গে কিছু পরিচিত ভাইরাস ও ব্যাক্টিরিয়ার আরএনএ ও ডিএনএ স্যাম্পল মিলিয়ে দেখেন বিজ্ঞানীরা। এই গবেষণার পরে তাঁদের দাবি, উষ্ণায়নের ফলে যত হিমবাহ গলবে তত বাড়বে স্পিলওভারের ঝুঁকি। 

প্রসঙ্গত, গত বছর গলতে থাকা টিবেটান হিমবাহ নিয়ে গবেষণা করতে গিয়ে বিজ্ঞানীরা ৩৩টি ভাইরাসের খোঁজ পান যেগুলি ১৫,০০০ বছর ধরে বরফে চাপা পড়ে ছিল। এদের মধ্যে ২৮টি ভাইরাসই হল করোনাভাইরাসের মতো নভেল ভাইরাস!

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url