স্কুলে নতুন বিজ্ঞপ্তি নিয়ে সংশয় ছাত্রছাত্রীদের জন্য নতুন নিয়ম

 স্কুলে নতুন বিজ্ঞপ্তি নিয়ে সংশয় ছাত্রছাত্রীদের জন্য নতুন নিয়ম


পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের বিদ্যালয় পঠনপাঠনের সার্বিক মানোন্নয়নের জন্য নতুন কিছু পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্যের সর্বশিক্ষা মিশন। ১৫ অক্টোবর, প্রায় ১০ পাতার এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যা নিয়ে শিক্ষকমহলে ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়েছে। অনেকেরই বক্তব্য, প্রয়োজনের তুলনায় কম লোকবল এবং সামান্য অর্থ সম্বল করে ওই নির্দেশ কতটা মানা যাবে সন্দেহ থাকছে।

প্রতি বছর পড়ুয়াদের নতুন ক্লাসে বরণ করে নিতে হবে চকোলেট, মিষ্টি সহযোগে। প্রধানশিক্ষক প্রার্থনাসভায় পড়ুয়াদের মিড ডে মিল, পোশাক, ব্যাগ, বই, স্কলারশিপ ইত্যাদি সম্পর্কে অবহিত করাবেন। প্রতি শ্রেণির ঘরে একটি করে ‘ফটো কর্নার’ তৈরি করতে হবে। যেখানে পড়ুয়াদের জন্মতারিখ-সহ ছবি থাকবে। বছর শেষে এই সব কার্যকলাপ বুকলেট আকারে প্রকাশ করতে হবে।

বিদ্যালয়ের লাইব্রেরিতে এক মাসে যে সব থেকে বেশি বই পড়বে তার নাম স্কুলের কোনও সুন্দর জায়গায় লিপিবদ্ধ করে রাখতে হবে। প্রতি শনিবার শেষ পিরিয়ডে গান, নাটক, আঁকার চর্চা চলবে। বিদ্যালয়ে থাকবে একটি শিশু সংসদ।

কিন্তু প্রশ্ন উঠছে, সরকারি স্কুলের পরিকাঠামোয় বাস্তবে এ সব কতটা করা সম্ভব হবে? বেশির ভাগ স্কুলে একাধিক শিক্ষকপদ শূন্য। কম শিক্ষক দিয়ে নিয়মিত ক্লাস সামলাতেই নাজেহাল কর্তৃপক্ষ। তার উপর রয়েছে অর্থের অভাব। ফলে এই নির্দেশ নিয়ে সমাজমাধ্যমও তোলপাড় হচ্ছে।

দে পাড়া বিষ্ণুপুর হাইস্কুলের প্রধান শিক্ষক অজিত ভট্টাচার্য বলেন, “এই নির্দেশিকা বছরভর মানতে অতিরিক্ত অর্থের প্রয়োজন। কিন্তু সেই অর্থ কোথা থেকে মিলবে তা বিজ্ঞপ্তিতে বলা নেই।” কৃষ্ণনগর হাই স্কুলের প্রধানশিক্ষক উৎপল ভট্টাচার্যের কথায় অবশ্য, “অসুবিধা হবে না। প্রতিটি ক্লাসের ক্লাস টিচারই এই কাজ করতে পারবেন।” শান্তিপুর মিউনিসিপ্যাল হাইস্কুলের প্রধানশিক্ষক কিংশুক চক্রবর্তী বলেন, “গত আড়াই বছরে শিক্ষা ব্যবস্থায় যে ঘাটতি হয়েছে তাকে পূরণ করার ক্ষেত্রে এটি প্রশংসনীয়।”

নদিয়ার ডিআই দিব্যেন্দু পালের বক্তব্য, “নির্দেশিকায় অর্থের বিষয়টি উহ্য আছে। ফলে এখনই কিছু বলা সম্ভব নয়। তবে শূন্যপদে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এগোচ্ছে।”

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url