Exam Tips: পরীক্ষার আগে বাচ্চার মনঃসংযোগ বাড়াবার জন্য সহজ টিপস
Exam Tips: পরীক্ষার আগে বাচ্চার মনঃসংযোগ বাড়াবার জন্য সহজ টিপস
পুজোর পর পরীক্ষা। কিন্তু পড়ায় মন দিতে তো আরও সমস্যা হয়! বাচ্চার মনঃসংযোগ বাড়াবার জন্য সহজ টিপস।
পুজোর মরসুম শেষ হলেই দরজায় কড়া নাড়বে পরীক্ষা। এদিকে এতদিন ধরে রুটিন-ছাড়া জীবনে দেদার হুল্লোড় করে করে, পুজোর পর তো পড়ায় মন বসতেই চায় না! কিন্তু তা বললে তো পরীক্ষা শুনবে না! কী করে মনোযোগ ফেরানো যায় পড়াশোনায়?
ছোটদের টানা অনেকক্ষণ পড়তে বাধ্য করবেন না। তিনটে বিষয়ে হোমওয়র্ক একসঙ্গে করতে না দিয়ে আলাদা আলাদা ভাবে করতে দিন। এতে বাচ্চারা সময়ে কাজ শেষ করতে পারবে।
মন দিয়ে পড়াশোনা করার জন্য বাড়ির পরিবেশটাও খুব গুরুত্বপূর্ণ। বাচ্চা পড়ার সময় যাতে বাড়িতে টিভি না চলে সেদিকে খেয়াল রাখুন। সন্তানের পড়ার ঘর নির্দিষ্ট করে দিন। খেয়াল রাখুন বাড়িতে হঠাৎ করে কেউ এলে সন্তানকে যেন উঠতে না হয় বা ওর পড়ার ক্ষতি না হয়।
সন্তান যখন পড়াশোনা করবে আপনিও ওর পাশে বসে কোনও বই বা খবরের কাগজ পড়ুন। ওই সময়ে আপনি যদি সোশ্যাল সাইটে ব্যস্ত থাকেন বা গেম খেলেন তাহলে কিন্তু সন্তান পড়ায় মন দিতে পারবে না।
সন্তান পড়তে বসলে শুরুতেই কঠিন কোনও বিষয় না দিয়ে হালকা কোনও বিষয় দিয়ে শুরু করতে পারেন। এতে মনঃসংযোগ করা সহজ হবে।
বাচ্চারা যাতে প্রতিদিন দিনের কোনও একটা সময়ে অন্তত ছোটাছুটি করে খেলতে পারে সেদিকে খেয়াল রাখুন। ছোটাছুটি করে খেলাধুলো বাচ্চাদের বড় হয়ে ওঠা এবং মানসিক বিকাশের জন্য খুবই জরুরি। করলে এতে শরীর-মন তরতাজা হয় এবং মনঃসংযোগ বাড়ে।
একটা কাজ শেষ করার পর বাচ্চার প্রশংসা করুন। এতে ও আরও মন দিয়ে কাজ করার উৎসাহ পাবে।

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url