আজকের খবর | আজকের সারাদিনের সেরা 10 টি খবর


 আজকের খবর | আজকের সারাদিনের সেরা 10 টি খবর


৩০০ কোটির দুর্নীতি:

১২০ কোটি নয়, শিক্ষায় নিয়োগে ৩০০ কোটির বেশি টাকার দুর্নীতি হয়েছে বলে আদালতে আজ দাবি করল ইডি। তাদের মতে, এই দুর্নীতি সম্পূর্ণ উদ্ঘাটন করতে তাদের আরও সময় লাগবে। এ দিন তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে আদালতে তোলা হয়েছে।

সিআইএসএফ-কে চড়, ধৃত যুবতী:

পুণে বিমানবন্দরে এক মহিলা সিআইএসএফ আধিকারিককে চড় মারার অভিযোগে বছর চব্বিশের এক যুবতীকে গ্রেফতার করল পুণে পুলিশ৷ গুঞ্জন নামে ওই যুবতী আধিকারিকের বাঁ হাতে কামড় দিয়েছেন বলেও অভিযোগ। রবিবার গুঞ্জন বিমানবন্দরে পৌঁছে ক্যাবের বিল পরিশোধ করেননি বলে এক ক্যাব চালক অভিযোগ করার পরে তাঁকে আটক করেন ওই আধিকারিক।

চাকরিপ্রার্থীদের নম্বরের তালিকা প্রকাশ:

স্কুলের গ্রুপ সি-র ৩৪৭৮ জন চাকরিপ্রার্থীর প্রকৃত নম্বর এবং ওএমআর-এ প্রাপ্ত নম্বরের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। ওই চাকরিপ্রার্থীর প্রকৃত নম্বর এবং ওএমআর-এ প্রাপ্ত নম্বরের পার্থক্য কত, সেটাও প্রকাশ করেছে এসএসসি। এই তালিকা থেকে দেখা যাচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রেই প্রকৃত নম্বরের সঙ্গে ওএমআর-এ নম্বরের মধ্যে বিস্তর ফারাক। এমন চাকরিপ্রার্থীও রয়েছেন, যাঁর শূন্য পাওয়ার কথা অথচ তিনি পেয়েছেন ৫৭। যাঁর পাওয়ার কথা ৫, তিনি পেয়েছেন ৫৪। যাঁর পাওয়ার কথা শূন্য তিনি পেয়েছেন ৫৭। এই চাকরিপ্রার্থীদের মধ্যে বেশ কিছুজন বিভিন্ন স্কুলে চাকরি করছিলেন। তাঁদের চাকরি বাতিল হয়েছে। এবং কিছু চাকরিপ্রার্থী আছে যারা অপেক্ষমাণ বা ওয়েটিং লিস্টে আছেন।

বিহারে খোঁজ এইচ৩এন২ ভাইরাসের:

বিহারে খোঁজ মিলল এইচ৩এন২ ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের। ২০২৩ সালে এই প্রথম পাওয়ার গেল এই ভাইরাসের খোঁজ। রবিবার পাটনায় জ্বর নিয়ে চিকিৎসকের কাছে গিয়েছিলেন এক তরুণী। তাঁর দেহেই মিলেছে এই খোঁজ। তবে সেই তরুণী এখন সুস্থ বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

সুপ্রিম কোর্টের অসন্তোষ:

প্রাক্তন সেনাকর্মীদের এক পদ এক পেনশন নিয়ে সোমবার সুপ্রিম কোর্টের তোপের মুখে পড়ল কেন্দ্র। শীর্ষ আদালত এ দিন বিষয়টি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে জানিয়েছে, ‘আইন আপনারা নিজেদের হাতে নিতে পারেন না’। এই নিয়ে এক মাসের মধ্যে দ্বিতীয় বার এক পদ এক পেনশন নিয়ে অসন্তোষ জানাল সুপ্রিম কোর্ট। সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রক চার কিস্তিতে বকেয়া পেনশন প্রদানের যে চিঠি দিয়েছে, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ। তারা বলেছে, ‘আপনারা নিজেদের হাতে আইন তুলে নিতে পারেন না। অবিলম্বে ওই চিঠি প্রত্যাহার করা হোক।’’

হাই কোর্টে চাকরিচ্যুত কর্মীরা:

চাকরি বাতিলের নির্দেশের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন ৮৪২ জন চাকরিচ্যুত গ্রুপ সি কর্মী। গত শুক্রবার তাঁদের মধ্যে ৫৭ জনের চাকরি সরাসরি বাতিল করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কোর্টের নির্দেশ মোতাবেক বাকি ৭৮৫ জনের চাকরি বাতিল করে স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url