হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করবেন তখন কি ঘটবে

 হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করবেন তখন কি ঘটবে


মহান আল্লাহতালার দোয়ায় সবাই ধনী হয়ে যাবে:

যেদিন হযরত ঈসা আঃ সালাম পুনরায় পৃথিবীতে আসবেন তখন কি ঘটবে পৃথিবীর অবস্থা তখন কেমন থাকবে উনি এসে কি করবেন বন্ধুরা বর্তমান পৃথিবীতে দরিদ্র এবং অভাবগ্রস্ত মানুষের কোন অভাব নেই কিন্তু হযরত ঈসা আলাই সাল্লাম যখন পুনরায় এই পৃথিবীতে ফিরে আসবেন তিনি সত্যাগ্রহ কে প্রত্যাখ্যান করবেন অর্থাৎ কোনো অভাবী মানুষ অথবা কোনো গরিব মানুষ পৃথিবীতে থাকবে না মহান আল্লাহতালার দোয়ায় সবাই ধনী হয়ে যাবে কাজেই তখন সাদাকা গ্রহণ করার মত কোন লোক খুঁজে পাওয়া যাবে না উট ছাগল বা অন্য কোন চতুষ্পদ জন্তুর প্রতি যত্ন নেয়ার প্রয়োজন পড়বে না, মানুষ মানুষকে হিংসা বিদ্বেষ উঠে যাবে, বিষাক্ত সাপের বিষ থাকবেনা ,হাদীসে বর্ণিত হয়েছে ছোট ছোট শিশু বাচ্চারা ও বিষাক্ত কোবরা সাপের মুখে হাত ঢুকিয়ে দেবে কিন্তু সাপ শিশু বাচ্চাকে কামড় দেবে না এমনিভাবে শিশু ছেলে সিংহের পিঠে বসবে  কিন্তু সিংহ তাদের কোনো ক্ষতি করবে না ছাগল এবং নেকড়ে বাঘ এক মাঠে চরে বেড়াবে কিন্তু বাঘ কোনদিন ছাগলকে খাওয়ার কথা চিন্তাও করবে না বরং তারা রাখালের মত দায়িত্ব পালন করবে।

যুদ্ধবিগ্রহ অস্ত্র উৎপাদন সবকিছু বন্ধ হয়ে যাবে :

 একটি গ্লাস যেমন পানি দ্বারা পরিপূর্ণ হয়ে যায় ঠিক তেমনি সমগ্র পৃথিবীর শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে সর্বত্র শান্তি বিরাজ করবে প্রত্যেকেই ঈমানদার এবং মুত্তাকী হয়ে যাবে সকলের একই কথা হবে যে পৃথিবীতে আল্লাহ ছাড়া কারও এবাদত করা চলবেনা যুদ্ধবিগ্রহ অস্ত্র উৎপাদন সবকিছু বন্ধ হয়ে যাবে কুরাইশদের কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নেয়া হবে এবং সবাই একদম খাটি রুপার মতো পরিষ্কার হয়ে যাবে হযরত আদম আলাই সালাম এর জামানা এই পৃথিবীতে যেমন করে সকালে গাছ রোপন করলে বিকেলেই ফল পাওয়া যেত একইভাবে হযরত ঈসা আঃ সালামের আগমন ।

এরপর সেই সময় পৃথিবীর সকল শস্যক্ষেত্র কে ফল-ফলাদি এবং ফসলে ভরিয়ে দেবে ফসলের উৎপাদন বৃদ্ধি পাবে অন্য এক বর্ণনায় আছে পাহাড়ের উপর ছিটিয়ে দিলেও সেখানেও ফসল উৎপাদন হবে । গরুর দাম বেড়ে যাবে এবং মাত্র কয়েক পয়সা দিয়ে ঘোড়া ক্রয় করা যাবে গরুর দাম বাড়ায় এবং ঘোড়ার দাম কমার কারণ হলো সমস্ত জমি চাষের উপযোগী হয়ে যাবে তাই গরু দাম বেড়ে যাবে। অপরপক্ষে যুদ্ধ-বিগ্রহ থাকবে না তাই ঘোড়ার কোন মূল্যই থাকবেনা।

হযরত ঈসা আলাই সাল্লাম পুনরায় আগমনের পর পৃথিবীতে কতদিন অবস্থান করবেন:

 হযরত ঈসা আলাই সাল্লাম পুনরায় আগমনের পর পৃথিবীতে কতদিন অবস্থান করবেন এই ব্যাপারে দুই ধরনের মতামত পাওয়া যায় কোনো কোনো বর্ণনা রয়েছে তিনি সাত বছর অবস্থান করবেন আবার কোনো কোনো বর্ণনা রয়েছে 40 বছরের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সালাম বলেছেন হযরত ঈসা 40 বছর পৃথিবীতে অবস্থান করবেন ।অতঃপর তিনি সাধারণ মানুষের মতো মৃত্যুবরণ করবেন মুসলমানেরা তার জানাযার পরে তাকে দাফন করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন আমার উম্মতের আর একে অপরকে হিংসা করবে না মানুষের হৃদয় থেকে হিংসা-বিদ্বেষ উঠে যাবে সকল মানুষ কালেমা ও ইসলামের উপর একত্রিত হয়ে যাবে নবী করীম সাল্লাল্লাহু আলাই সালাম বলেছেন আমার উম্মতের মাঝে ন্যায়পরায়ন শাসক এবং ইনসাফ প্রতিষ্ঠাকারী নেতা হয়ে এ পৃথিবীতে আসবেন আসার পর এই পৃথিবী এমন এক রূপে রূপান্তরিত হবে যেমনটি পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কখনই দেখা যায়নি যা দেখে প্রত্যেকটি মানুষ মনের অজান্তেই বলে উঠবে এ যেন কিয়ামতের পূর্বে এই পৃথিবীর বুকে এক টুকরো জান্নাত অনেকের মনে প্রশ্ন আসতে পারে বর্তমান ইসলামের অনুসারী জাতীয় দলে উপদলে বিভক্ত হয়ে একজন থেকে আরেক দলকে কাফের ফতোয়া দিচ্ছে এক দল আরেক দলের পেছনে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে কিন্তু মজার বিষয় হলো হযরত ঈসা আলাই সাল্লাম আগমন করার সাথে সাথে ইসলামী শরীয়তের অনুসরণ একটি নির্দিষ্ট গন্তব্যের দিকে চলতে থাকবে ।

ইসলাম ছাড়া বাকি সমস্ত মতবাদ পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে:

মহান আল্লাহতালার কিতাব এবং আমাদের নবী করীম সাল্লাল্লাহু আলাই সালাম এর সুন্নত কে তিনি একটি নির্দিষ্ট মানদণ্ডের ওপর অবস্থান করবেন তখন এই সকল কুরআন-হাদীস ব্যতিরেকে নিজের মতন উপদলে বিভক্ত হতে পারবে না সে সময় ইসলাম ছাড়া বাকি সমস্ত মতবাদ পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে এজন্য তিনি খ্রিস্ট ধর্মের প্রতীক হিসেবে ব্যবহৃত ক্রস চিহ্ন ভেঙ্গে ফেলবেন পরিচিত কাফেরদের থেকে জিজিয়া গ্রহণ প্রত্যাখান করবেন ইসলামের উপর প্রতিষ্ঠিত নয় এমন যেকোন কিছু তিনি গ্রহণ করবেন না আল্লাহর নাম ব্যতীত জবাইকৃত পশুর ভক্ষণ করবেন না মোটকথা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সালাম এর সহিহ, সুন্নাহ এবং আল্লাহ প্রদত্ত কুরআনের একটি প্রকৃত শাসন ব্যবস্থা চালু হবে ।

যেখানে কোন কিছু থাকবে না মদ এবং পথ একটাই হবে আর পরিচয় হবে সবার মুসলিম বলে।




এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url