শীতকালে কোন কোন খাবার খেলে উপকার পাবেন তা জানুন
শীতকালে কোন কোন খাবার খেলে উপকার পাবেন তা জানুন
কোন কোন খাবারে উপকার পাবেন?
সাধারণত ঠান্ডা লাগলে উষ্ণ পানীয় বারবার পান করতে বলা হয়। সেই সঙ্গে গোলমরিচ, মধু, আদা ইত্যাদি খেতে বলা হয়। তবে এছাড়াও বেশ কিছু মশলা এবং হার্বস রয়েছে, যা ঠান্ডা লাগা প্রতিরোধ করতে অব্যর্থ।
রসুন:
রসুনের ঠান্ডা লাগা প্রতিরোধক ক্ষমতা রয়েছে। এতে রয়েছে অ্যালিসিন, যা খুব শক্তিশালী একটি ব্রড স্পেক্ট্রাম অ্যান্টি-বায়োটিক। ঠান্ডা লাগলে ২ কোয়া রসুন কুচিয়ে কাঁচা অবস্থায় খান। দৈনন্দিন রান্নাতেও বেশি পরিমাণে রসুন ব্যবহার করতে পারেন। উপকার পাবেন।
একিন্যাশিয়া:
ইমিউনিটি বাড়াতে এই হার্বসের সুনাম রয়েছে। অ্যান্টি-ভাইরাল এবং অ্যান্টি-ব্যাক্টেরিয়াল, দু’ধরনেরই ক্ষমতা রয়েছে এর। শুধু ঠান্ডা লাগা নয়, হারপিস ভাইরাসের বিরুদ্ধেও শরীরকে সুরক্ষা দেয় এই হার্বস। মরশুম বদলাতে শুরু করলেই ডায়েটে একিন্যাশিয়া রাখা শুরু করা ভাল। যদি ঠান্ডা লাগার শুরুতেই এই হার্বস খান, সেক্ষেত্রে ঠান্ডা বুকে বসতে পারবে না। মূলত মধ্য-আমেরিকায় এই হার্বস উৎপন্ন হলেও, এখন গোটা বিশ্বেই পাওয়া যায়।
ইউক্যালিপ্টাস তেল:
বন্ধ নাকের সমস্যায় বা বুকে সর্দি বসে গেলে, এই এসেনশিয়াল অয়েলে ভাল উপশম মেলে। ২ কাপ জলে ৫-৬ ফোঁটা ইউক্যালিপ্টাস তেল মিশিয়ে সেই জলের ভাপ নিতে পারেন। মাথায় উপর তোয়ালে দিয়ে ঢেকে দিন, যাতে সরাসরি ভাপ নাকে মুখে ঢোকে। ৩-৫ মিনিট এভাবে ভাপ নিন। এতে কনজেশন এবং সাইনাসের সমস্যা কমে যাবে।
শুকনো আদা:
২ টেবলচামচ শুকনো আদার গুঁড়ো আর ১ টেবলচামচ গোলমরিচগুঁড়ো ১ লিটার জলে ফুটিয়ে ৭৫০ মিলি করে নিন। সারাদিন অল্প অল্প করে এই জল খান। ছাঁকবেন না, আর সম্ভব হলে গরম করে খান। এতেও সাইনাসের সমস্যা কমবে। ঠান্ডার বিভিন্ন উপসর্গও কমবে।
ঠান্ডার লাগার শুরুতে কী করবেন?
ঠান্ডা লেগেছে মনে হলেই ১০০০-২০০০ মিলিগ্রাম ভিটামিন সি নিতে শুরু করুন। এর সঙ্গে নিন ভিটামিন বি-কমপ্লেক্স এবং জিঙ্কের সাপ্লিমেন্ট। এতে ঠান্ডা লাগা কমে যেতে পারে বা একদম শুরুতেই নিতে পারলে ঠান্ডা লাগার আগেই উপশম পেতে পারেন। এর পাশাপাশি দিনভর উষ্ণ পানীয় চুমুক দিয়ে খেতে থাকুন। এতে মিউকাসও জমতে পারবে না।
এছাড়া কয়েক গ্লাস করে গাজরের রস খেতে পারেন। এতে বিটাক্যারোটিন থাকে, যা ইমিউন সিস্টেম আরও শক্তিশালী করে তুলবে এবং ইমিউন সিস্টেমকে সক্রিয় রাখতে সাহায্য করবে। মিউকাস জমতেও বাঁধা দেবে, ফলে ঠান্ডা লাগায় সহজে কাহিল হয়ে পড়বেন না। এর সঙ্গে বেশ খানিকটা গোলমরিচ, আদা, রসুন আর পেঁয়াজ দিয়ে ক্লিয়ার চিকেন সুপ বা ভেজিটেবল সুপ খেতে পারেন। এতে সাইনাসের সমস্যা কমবে, যা মাথাব্যথা, কনজেশনের সমস্যা কমাতে সাহায্য করবে। এই ধরনের খাবার সত্যিই উপাদেয় এবং ওষুধের মতো কাজ করে। ঠান্ডা লাগার শুরুতেই যদি এই টিপসগুলো মেনে চলেন, তাহলে ঠান্ডা আপনাকে কাবু করার আগেই আপনি ঠান্ডাকে কাবু করতে পারবেন।
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url