আজকের সংবাদ: সারাদিনে ঘটে যাওয়া সেরা 10 টি বাংলা খবর ( 25/01/2023)

আজকের সংবাদ: সারাদিনে ঘটে যাওয়া সেরা 10 টি বাংলা খবর (25/01/2023)


চাকরিপ্রার্থীদের মোমবাতি মিছিল:

দুপুরের পরে এবার ফের রাতে মোমবাতি মিছিল করলেন উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা। এ দিন দুপুরে উচ্চ প্রাথমিক চাকরিপ্রার্থীরা স্কুল সার্ভিস কমিশনের প্রধান কার্যালয় সল্টলেকের আচার্য সদনে অভিযান করেন। তাঁদের দাবি ছিল, গেজেটের নিয়ম মেনে সিট আপডেট করে উচ্চ প্রাথমিকে নিয়োগ করতে হবে। অভিযোগ, বিক্ষোভের সময়ে পুলিশ তাঁদের আটক করে এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তির সময়ে বেশ কয়েকজন আহত হন। এর প্রতিবাদে এ দিন রাতে শিয়ালদহ চত্বরে মোমবাতি মিছিল করলেন উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা।

আজ রাস্তার পাশেই মিঠুন:

রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও অভিনেতা মিঠুন চক্রবর্তীকে নিয়ে আজ, বুধবার দুপুরে তেহট্ট হাউলিয়া পার্ক মোড়ে সভা করতে চলেছে বিজেপি। তার জন্য জিতপুর সংলগ্ন রাস্তার পাশে তৈরি হয়েছে মঞ্চ। ওই রকম জায়গায় মিঠুনকে দেখতে ভিড় হলে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে পুলিশের দাবি, যানজট এড়াতে আগাম পরিকল্পনা করা হয়েছে। 

বিজেপি সূত্রের খবর, বুধবার কৃষ্ণনগর-পলাশিপাড়া রাজ্য সড়ক ধরে পদযাত্রা যাবে তেহট্ট জিতপুরে। সেখানেই হবে জনসভা। মঙ্গলবারই বগুলায় মিঠুনের সভায় বাঁধভাঙা ভিড় হয়েছে। তা সত্তেও রাস্তার পাশে সভা করা হচ্ছে কেন? বিজেপির দাবি, তেহট্ট হাইস্কুল ও শ্রীদামচন্দ্র বালিকা বিদ্যালয়ের মাঠে সভা করার অনুমতি পাওয়া যায়নি। কারণ হাইস্কুল মাঠে প্রজাতন্ত্র দিবসের সরকারি অনুষ্ঠানের প্রস্তুতি চলছে, বালিকা বিদ্যালয়ের মাঠে চলছে মেলা। বিজেপির নদিয়া উত্তর জেলা সভাপতি অর্জুন বিশ্বাস বলেন, “দু’টি স্কুলেই কথা বলেছিলাম। মাঠ পাইনি। তাই জিতপুরে রাস্তার ধারেই সভা করা হচ্ছে।” 

তবে তৃণমূলের দাবি, লোক হবে না বুঝেই রাস্তার পাশে সভা করা হচ্ছে, যাতে পথচলতি লোকজন মিঠুনকে দেখতে ভিড় জমান। তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা বলেন, “ওই দু’টি মাঠ ছাড়া আরও অনেক জায়গা তো ছিল।” পুলিশ জানায়, ওই সভা করতে অনুমতি দেওয়া হয়েছে। ভিড় নিয়ন্ত্রণের জন্য সকাল থেকেই বাহিনী মোতায়ন থাকবে। হাজির থাকবে ট্রাফিক বিভাগও। অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) কৃশানু রায় বলেন, “যানজট বা বিশৃঙ্খলা এড়াতে সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

দুনীতির অভিযোগে চিঠি অভিষেককে:

তৃণমূলের প্রাক্তন প্রধানের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তুললেন দলেরই পঞ্চায়েত সদস্যেরা। 

হাবড়া ১ ব্লকের কুমড়া পঞ্চায়েতের ঘটনা। সোমবার ওই পঞ্চায়েতের প্রাক্তন প্রধান রত্না বিশ্বাসের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছেন পঞ্চায়েতের ২০ জন তৃণমূল সদস্য। রত্না অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। প্রশাসনের একটি সূত্র জানাচ্ছে, নানা অভিযোগ আগেই হয়েছিল তাঁর বিরুদ্ধে। কিছু ক্ষেত্রে প্রমাণ মিলেছে। সেই মতো পদক্ষেপ করা হয়েছে। বাকি বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে।

২০১৮ সালে পঞ্চায়েতের প্রধান হন রত্না। ২০২২ সালের মার্চ মাসে তাঁকে সরিয়ে দেওয়া হয়। দলের পঞ্চায়েত সদস্যেরা তাঁর বিরুদ্ধে অনাস্থা আনেন। অনাস্থায় পরাজিত হন রত্না।

অভিষেককে লেখা চিঠিতে রত্নার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ করেছেন পঞ্চায়েত সদস্যেরা। অভিযোগ, একশো দিনের কাজের প্রকল্পে পুকুর না কেটে প্রায় ৪ লক্ষ টাকা আত্মসাত করেছেন বলে অভিযোগ রত্নার বিরুদ্ধে। অন্য একটি পুকুর শ্রমিক দিয়ে না কেটে মাটি কাটা যন্ত্র দিয়ে কেটে প্রায় সাড়ে ৭ লক্ষ টাকা তুলে নেওয়া হয় বলে অভিযোগ। মৎস্য দফতর থেকে গীতাঞ্জলি প্রকল্পে দেওয়া ঘরের টাকাও প্রাক্তন প্রধান আত্মসাৎ করেছেন বলে অভিযোগ। আরও নানা দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে প্রধানের বিরুদ্ধে। 

পঞ্চায়েত সদস্য বিপ্লব হালদার বলেন, ‘‘রত্না বিশ্বাসের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির প্রমাণ-সহ অভিযোগ সরকারি বিভিন্ন মহলে আগেই জমা পড়েছিল। বিভিন্ন দফতর থেকে অভিযোগের তদন্তও হয়। দুর্নীতি প্রমাণিত হয়েছিল। হাবড়া থানায় মামলা হয়েছে। সেই সব জানিয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কাছে পদক্ষেপের আবেদন করা হয়েছে।” অভিযোগকারী পঞ্চায়েত সদস্যদের দাবি, রত্নার কাজকর্মের জন্য এলাকার মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। সামনে পঞ্চায়েত ভোট। তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা না হলে জনমানসে নেতিবাচক প্রভাব পড়বে। 

স্থানীয় সূত্রের খবর, গত দশ বছরে রত্নার জীবনযাত্রা পাল্টে গিয়েছে। আগে বিড়ি বেঁধে সংসার চালাতেন। ফুটপাতে স্বামীর পানের দোকান ছিল। থাকতেন ভাড়া বাড়িতে। বর্তমানে রত্নার একাধিক বাড়ি হয়েছে বলে জানাচ্ছে দলেরই একটি সূত্র। দামী গয়নাগাটি পরে থাকতে দেখা যায় তাঁকে, উঠছে এমনও অভিযোগ।

গত শনিবার দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে কুমড়া পঞ্চায়েত এলাকায় এসেছিলেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সে সময়ে দেখা মেলেনি রত্নার। তাঁর বাড়িতে মন্ত্রীর খাওয়া-দাওয়ার কথা ছিল বলে দাবি করেছিলেন রত্না। তবে মন্ত্রী সেখানে খাননি। এলাকায় গিয়ে রত্নার বিরুদ্ধে একাধিক অভিযোগ শোনেন জ্যোতিপ্রিয়।

অভিষেককে লেখা চিঠি প্রসঙ্গে রত্না বলেন, ‘‘যাঁদের যা কাজ, তাঁরা তা করবেন। আমাকে কী কারণে প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, জানি না। সরালে একটা অজুহাত তো দিতে হয়। সেটা দুর্নীতির অভিযোগ হলে মানুষকে বলা সহজ। বিভিন্ন দফতরে আমার নামে অভিযোগ হয়েছে। প্রমাণ করতে পারেনি। আমি দুর্নীতি করলে প্রমাণ হোক। আমিও অনেক কিছু বলতে পারি। কেউ ধোয়া তুলসী পাতা নন!’’ জ্যোতিপ্রিয় বলেন, “প্রশাসন অভিযোগের তদন্ত করে আইনি পদক্ষেপ করবে। যদি রত্না টাকা নিয়ে থাকেন, তা হলে ওঁর উচিত টাকা ফেরত দিয়ে মানুষের কাছে ক্ষমা চেয়ে নেওয়া।” 

ব্লক প্রশাসন সূত্রে জানানো হয়েছে, রত্নার বিরুদ্ধে অভিযোগ বিভিন্ন দফতর তদন্ত করেছে। ব্লক প্রশাসনের তদন্ত রিপোর্ট জেলাশাসকের দফতরে জমা আছে। একটি পুকুর কাটার অভিযোগের সত্যতা মিলেছে। দু’জন কর্মীর বিরুদ্ধে থানায় এফআইআর করা হয়েছে। এক জনের কাজ চলে গিয়েছে। হাবড়ার বিজেপি নেতা বিপ্লব হালদার বলেন, “তৃণমূল দুর্নীতিতে ডুবে আছে। সব পঞ্চায়েতে ওরা লুটেপুটে খাচ্ছে। মন্ত্রীর কাছে হয় তো ভাগ কম যাচ্ছিল। তাই রত্নাকে সরিয়ে দেওয়া হয়েছিল। পুরোটাই ভাগ-বাঁটোয়ারা নিয়ে দ্বন্দ্ব।” 

বিশেষ অতিথি শ্রমিকেরাও:

এ বছর, ভারতের ৭৪তম প্রজাতন্ত্র দিবস উদ‌্‌যাপন অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিতদের তালিকায় থাকতে চলেছেন সেন্ট্রাল ভিস্তা প্রকল্প এবং কর্তব্য পথ নির্মাণকাজের সঙ্গে যুক্ত শ্রমিকেরা। পাশাপাশি থাকবেন আনাজ বিক্রেতা, ছোট স্তরের দোকান মালিক, দুধের ডিপোয় কর্মরত কর্মীরাও। প্রতিরক্ষা মন্ত্রকের এক আধিকারিক জানান, যাঁরা কোনওদিন প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান চাক্ষুষ দেখার সুযোগ পান না, তাঁদের জন্য এ বার এই বিশেষ সুযোগ করে দেওয়া হল।

আসছেন মিঠুন, ভোট কাড়তে নজর ভিড়েও:

বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডার পরে আজ, মঙ্গলবার অভিনেতা মিঠুন চক্রবর্তীকে নিয়ে নদিয়ায় সভা করতে চলেছে রাজ্য বিজেপি। বেথুয়াডহরিতে নড্ডার জনসভায় সঙ্গে ছিলেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এ দিনও তিনি মিঠুনের সঙ্গে থাকবেন। গত ১৯ জানুয়ারি বেথুয়াডহরিতে নড্ডার সভায় তুলনায় ছোট মাঠও পুরোপুরি ভরেনি। আজ বগুলায় মিঠুন সেই ঘাটতি পুষিয়ে দিতে পারেন কি না, সে দিকে তাকিয়ে রয়েছেন বিজেপির নেতাকর্মীরা।

নাকাশিপাড়া ও তার আশপাশের একাধিক বিধানসভা কেন্দ্র এলাকায় বিজেপি বেশ শক্তিশালী। তার পরেও যে আশানুরূপ ভিড় হয়নি, সেটা মেনে নিচ্ছেন বিজেপি নেতাদের একাংশ। এই পরিস্থিতিতে মিঠুন ও সুকান্তের জনসভায় পর্যাপ্ত ভিড় টানা অন্যতম চ্যালেঞ্জ বলে মনে করছেন অনেকেই। তবে বর্তমানে ‘বিজেপির গড়’ বলে পরিচিত বগুলা ও তার আশপাশের এলাকা থেকে লোক নিয়ে এসে মাঠ ভরানো তেমন কঠিন হবে না বলেই মনে করছেন দলের নেতারা।

নেতাজিকে ‘আতঙ্কবাদী’ তকমা:

ফেসবুক পোস্টে নেতাজি সুভাষচন্দ্র বসুকে ‘আতঙ্কবাদী’ বললেন গুজরাতের বিজেপি বিধায়ক যোগেশ আর পটেল। এই পোস্টের জন্য পরে ক্ষমাও চেয়েছেন তিনি। তাঁর দাবি, ইংরেজি থেকে গুজরাতি ভাষায় অনুবাদ করার সময়ে ভুলবশত শব্দটি লিখিত হয়েছিল। নেতাজির জন্মবার্ষিকীতে পটেল তাঁর ফেসবুক পেজ-এ লেখেন, নেতাজি আতঙ্কবাদী শাখার সদস্য ছিলেন।

চাকরিপ্রার্থীদের বিক্ষোভ:

গেজেটের নিয়ম মেনে সিট আপডেট করে নিয়োগ করতে হবে। এই দাবিতে উচ্চ প্রাথমিকে চাকরিপ্রার্থীরা করুণাময়ীতে স্কুল সার্ভিস কমিশনের অফিসের সামনে বিক্ষোভ দেখানোর সময়ে উত্তেজনা ছড়াল। অভিযোগ, চাকরিপ্রার্থীরা যখন এসএসসি-র অফিসের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন, তখন পুলিশ তাঁদের জোর করে সেখান থেকে তুলে দেয়। বেশ কয়েক জন চাকরিপ্রার্থী পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে আঘাত পেয়েছেন বলে অভিযোগ। বিক্ষোভকারী সব চাকরিপ্রার্থীদের পুলিশ আটক করে বিধাননগর পূর্ব থানায় নিয়ে গেছে।

কাঁপল নেপাল:

ফের ভূমিকম্প নেপালে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫.৪। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল উত্তর-পশ্চিম নেপালে, কাঠমান্ডু থেকে ৩০০ কিলোমিটার দূরে। কম্পন অনভূত হয়েছে দিল্লিতেও।

তৃণমূলকে কটাক্ষ দিলীপের:

মেঘালয়ে তৃণমূলের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতাকে কটাক্ষ করল বিজেপি। মঙ্গলবার বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘অসম, ত্রিপুরা, গোয়ায় তৃণমূলের নাটক দেখেছি। মেঘালয়ও তাদের ফ্লপ শো হবে।’’

ফের নিষেধ 'দিদির দূতদের':

এ বার মালদহের ইংরেজবাজারেরও পড়ল পোস্টার। 'দিদির দূতদের' প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে পোস্টার দেন গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের কাজিগ্রামের বাহান্নবিঘা গ্রামে।  গ্রামবাসীদের দাবি, এক কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল রয়েছে। প্রশাসনকে জানিয়েও কাজ না হওয়ায় পোস্টার দেওয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বিডিও সৌগত চৌধুরী।

তাপসকে তলব আজ:

সিজিও কমপ্লেক্সে পৌঁছলেন তাপস মণ্ডল। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় এ দিন ইডি তাঁকে তলব করে। ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে সূত্রের খবর। বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, তিনি টাকা নিয়েছেন, দিয়েওছেন। যাদের টাকা দিয়েও চাকরি হয়নি, সেই টাকা ফেরত চেয়েছিলেন বলে জানান তিনি। অন্য দিকে, তিনটি পেন ড্রাইভ বাজেয়াপ্ত করে নিয়ে আসা হয়েছে কুন্তল ঘোষের চিনার পার্কের ফ্ল্যাট থেকে।

অসম তৃণমূলে গণ-যোগদান:

অসমে তৃণমূলে রবিবার কংগ্রেস, এনসিপি, ভারতীয় গণ পরিষদ, ইউডিএফ, রাইজর দল, আপ-সহ বিভিন্ন দল ও সংগঠনের প্রায় ২০০ জন সদস্য যোগদান করেন। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পশ্চিমবঙ্গের মন্ত্রী বাবুল সুপ্রিয়। তিনি রাজ্য ও কেন্দ্রের বিজেপি সরকারের তীব্র সমালোচনা করে বলেন, অসমের কাগজকল দুটি বাঁচানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী। আমি তদানীন্তন ভারী শিল্পমন্ত্রী হিসেবে কাগজকলের জন্য পৃথক রেললাইনের ব্যবস্থা, বকেয়া বিদ্যুৎ বিল মেটানো, ৫০০ কোটির প্যাকেজ, বাঁশকে অরণ্য উদ্ভিদের তালিকা থেকে বাদ দেওয়া-সহ বিভিন্ন উদ্যোগ নিয়েছিলাম আমি। তখন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, শিল্পমন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারির সঙ্গে অনেক বৈঠকও হয়। কিন্তু রাজ্যের সেই সদিচ্ছাই ছিল না। 

পরে জলের দরে দুটি কাগজ কলের জমি বিক্রি হয়। এখন আবার সরকার তা তিন গুণ দামে কিনবে বলছে। বোঝাই যাচ্ছে পুরোটাই চক্রান্ত। বাবুল আরও অভিযোগ তোলেন, বিশেষ ভাবে উত্তর-পূর্বে বিদ্যুৎ উৎপাদনের জন্য তৈরি হওয়া জলবিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা নিপকো বছরে হাজার কোটি লাভ দিচ্ছিল। তাকে কোনও কারণ ছাড়াই জলবিদ্যুতে অভিজ্ঞতা না থাকা এনটিপিসির অধীনস্থ করে দেওয়া হল। যাদের অপরিণামদর্শিতার ফল দেখছে জোশীমঠ।

সহজ হবে ভিসা পাওয়া:

প্রথম বার যাঁরা আমেরিকা যাবেন, তাঁদের ভিসা পাওয়া আরও সহজ করতে উদ্যোগী হল আমেরিকা প্রশাসন। প্রথম বার যাঁরা ভিসার জন্য আবেদন করছেন, তাঁদের সাক্ষাৎকার পর্বের জন্য অতিরিক্ত সময় দেওয়া হবে। ভিসা আবেদনকারীদের অপেক্ষার সময় কমানোর জন্য এই উদ্যোগ বলে জানিয়েছে আমেরিকার দূতাবাস।

মোদীর প্রশংসায় ব্রিটিশ সাংসদ:

ব্রিটেনের আইনসভায় ভারত ও সে দেশের পারস্পরিক সম্পর্ক নিয়ে বলার সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করলেন ব্রিটিশ সাংসদ লর্ড করণ বিলিমোরিয়া। তাঁর কথায়, “ভারতের প্রধানমন্ত্রী হিসাবে তিনি(নরেন্দ্র মোদী) আজ বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্যক্তিদের মধ্যে একজন।” এমনকী, ভারতকে ‘দ্রুত উন্নয়নশীল অর্থনৈতিক রাষ্ট্র’ হিসাবে স্বাগত জানিয়েছেন বিলিমোরিয়া। এ বিষয়ে তাঁর বক্তৃতার একটি ভিডিয়ো সমাজ মাধ্যমে প্রকাশ করেছেন তিনি।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url