সিনেমার নাম: "দিলখুশ" এই সিনেমার সম্পূর্ণ কাহিনী

 



সিনেমার নাম: "দিলখুশ"

পরিচালক:  রাহুল মুখোপাধ্যায়

অভিনয়ে: পরান বন্দ্যোপাধ্যায়, অনসূয়া মজুমদার, খরাজ মুখোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, উজান গঙ্গোপাধ্যায়, ঐশ্বর্য সেন, মধুমিতা সরকার, সোহম মজুমদার

রেটিং: ৩/৫

এ ছবিতে প্রেম এবং ভার্চুয়াল জগৎ হাত ধরাধরি করে চলে। একটি ডেটিং অ্যাপ ও তাঁর সঙ্গে জড়িয়ে থাকা আটজন মানুষ...এঁদের নিয়েই গল্প এগোয়। বিষয় ভাবনা নিঃসন্দেহে সমসাময়িক। আজকাল যেখানে বাস্তব আর ভার্চুয়াল মিলেমিশে যায়, সেখানে প্রেমের অনুঘটক হিসেবে ডেটিং অ্যাপের অবতারণা সময়োপযোগী। তবে, শুধু বিষয় ভাবলেই তো হবে না, প্রয়োজন উপযুক্ত মশলা ও রন্ধনশৈলি। 

তবেই না আড়াই-তিন ঘণ্টা ধরে দর্শককে হলে বসিয়ে রাখা সম্ভব হবে। পরিচালক রাহুল মুখোপাধ্যায় এর আগে 'কিশমিশ' তৈরি করেছিলেন। সে ছবিও ছিল বেশ ফিল গুড, ফ্রেশ, একটু নস্টালজিয়ায় মোড়া। 'দিলখুশ'-এও সেই ফিল গুড ফ্যাক্টর ধরে রেখেছেন তিনি। দিলখুশ একটি ডেটিং অ্যাপ। আর তাকে কেন্দ্র করে এগোতে থাকে গল্পের চরিত্রদের যাপন, উন্মোচিত হয় তাঁদের সম্পর্কের নানা সমীকরণ।

 এই অ্যাপের মাধ্যমে মিলে যায় ডাক্তার অমূল্যরতন (পরান বন্দ্যোপাধ্যায়) ও এক বৃদ্ধা  কমলিকা দেবীর (অনসূয়া মজুমদার) একাকিত্ব। তাঁরা খুঁজে পান নির্ভরতার রসদ। হোম ডেলিভারির মালকিন তথা কৌতুকশিল্পী হতে চাওয়া ডলি (অপরাজিতা আঢ্য) ও যাত্রাশিল্পী শক্তি (খরাজ মুখোপাধ্যায়) কাছাকাছি আসেন। ব্যবসায়ী পরিবারের ফ্রাস্ট্রেটেড তরুণী পুষ্পিতা (মধুমিতা সরকার) ও সাইবার কাফে চালানো ঋষির (সোহম মজুমদার) মধ্যে তৈরি হয় নতুন রসায়ন। পিএইচডি ছাত্র বোধি (উজান গঙ্গোপাধ্যায়) ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েনসার তৃষার (ঐশ্বর্য সেন) মধ্যে দানা বাঁধে প্রেম।

 আলাদা আলাদা চরিত্র, সবই আমাদের খুব চেনা। আলাদা সামাজিক ও আর্থিক প্রেক্ষাপট থেকে উঠে আসা মানুষগুলোর জীবনে প্রেম ও সম্পর্কের সমীকরণ নিয়ে এগোয় গল্প। পরিচালক হিসেবে সফল বলতে হয় রাহুলকে। অভিনয়ে সিনিয়র শিল্পীদের কথা আলাদা করে বলার কিছু নেই। প্রত্যেকেই যথাযথ। তবে, উজান ও ঐশ্বর্যর কেমিস্ট্রি একটু বেশিই ভাল লাগে। মধুমিতা যথাযথ। তবে এই ছবিতে আলাদা করে দাগ কাটে সোহমের অভিনয়। সঙ্গীত পরিচালক নীলায়ানের গানগুলি ছবির সঙ্গে বেশ মানানসই। সব মিলিয়ে দিল খুশ হওয়ার অনেক রসদই আছে ছবি জুড়ে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url