আজকের সংবাদ: সারাদিনে ঘটে যাওয়া সেরা 10 টি বাংলা খবর ( 26/01/2023)

 


আজকের সংবাদ: সারাদিনে ঘটে যাওয়া সেরা 10 টি বাংলা খবর ( 26/01/2023)


1/8 একঝাঁক বাঙালির পদ্ম সম্মান:



২৬ জানুয়ারির প্রাক্কালে বুধবার রাতে পদ্ম পুরস্কার প্রাপকদের নাম প্রকাশ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। চিকিৎসা বিদ্যায় উল্লেখযোগ্য অবদানের জন্য মরণোত্তর পদ্মবিভূষণ পাচ্ছেন পশ্চিমবঙ্গের দিলীপ মহলানবিস। বাঙালি পদ্মশ্রী প্রাপকদের মধ্যে রয়েছেন প্রীতিকণা গোস্বামী (শিল্প), মঙ্গলাকান্তি রায় (শিল্প), ধনীরাম টোটো (সাহিত্য ও শিক্ষা)। এ বার পদ্মবিভূষণ পাচ্ছেন প্রখ্যাত তবলা বাদক জ়াকির হুসেন। এ ছাড়া পদ্মবিভূষণের তালিকায় রয়েছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এস এম কৃষ্ণ এবং সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিংহ যাদব (মরণোত্তর)। বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিংয়ের অবদানের জন্য পদ্মবিভূষণ পাচ্ছেন শ্রীনিবাস বর্ধন। পদ্মভূষণ প্রাপকদের তালিকায় রয়েছেন বিখ্যাত শিল্পপতি কুমার মঙ্গলম বিড়লা। ইনফোসিস কর্তা নারায়ণমূর্তির স্ত্রী সুধা মূর্তি সামাজিক কাজে উল্লেখযোগ্য অবদানের জন্য পদ্মভূষণ পাচ্ছেন। এ ছাড়া পদ্মভূষণ প্রাপকদের তালিকায় রয়েছেন এস এল ভায়রাপ্পা, দীপক ধর, বাণী জয়রাম, চিন্না জিয়ার, সুমন কল্যাণপুর, কপিল কপূর, কমলেশ ডি পটেল।


2/8 বিজেপি নেতা খুনে ধৃত ২:



মণিপুরের থৌবাল জেলায় ক্ষেত্রী লেইকাই এলাকায় মঙ্গলবার বাড়ির ভিতরেই দুষ্কৃতীদের গুলিতে মারা গিয়েছিলেন বিজেপি নেতা লইশরাম রামেশ্বর সিংহ। তিনি রাজ্য বিজেপির প্রাক্তন সেনাকর্মী শাখার সাধারণ সম্পাদক ছিলেন। ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, ঘটনায় ব্যবহৃত গাড়িটির সন্ধান চালিয়ে তার চালক রিকি পয়েন্টিংকে প্রথমে গ্রেফতার করা হয়। পরে ঘটনার প্রধান অভিযুক্ত আয়েকপাম কেশরজিৎ হত্যায় ব্যবহৃত .৩২ বোরের লাইসেন্স থাকা পিস্তল-সহ নিজেই পশ্চিম ইম্ফল কমান্ডো পোস্টের ওসির কাছে আত্মসমর্পণ করে। হত্যাকারীদের কঠোরতম সাজার দাবিতে মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে যৌথ মঞ্চ। বীরেন আজ লইশরামের শেষকৃত্যে যোগ দেন।

3/8 তৃণমূল ছাড়লেন প্রার্থী:



মেঘালয় ভোটে পিংথোরুমখ্রার প্রার্থী সামবরলাং ডিয়েংডো তৃণমূল ছাড়লেন। সামবরলাং অবশ্য দল ছাড়ার পরে তৃণমূলকে কোনও দোষ দেননি। তিনি জানান, তৃণমূল দলের প্রতি তাঁর কোনও অভিযোগ নেই। কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে এই কাদা ছোঁড়াছুঁড়িতে তিনি বিরক্ত। তাই নির্দল প্রার্থী হিসেবে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন। সামবরলাং বলেন, আমি স্থানীয় সমস্যা সমাধানের জন্য কাজ করতে চাই। খামোকা বড় বড় প্রতিশ্রুতি দেব না। আমার প্রচারও হবে স্থানীয় মানুষের আশা-ভরসা-চাহিদার উপরে নির্ভর করে। রাজ্য সভাপতি চার্লস পিংরোপ সামবরলাংয়ের সিদ্ধান্ত প্রসঙ্গে বলেন, “এটি প্রার্থীর ব্যক্তিগত সিদ্ধান্ত। আমরা তাঁর সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছি। তবে এতে দলের কোনও সমস্যা হবে না। কারণ যে কোনও সময়, যে কোনও অনিবার্য কারণে প্রার্থী পিছিয়ে আসতেই পারেন। তাই আমাদের ‘প্ল্যান বি’ সবসময় তৈরি থাকে। সামবরলাংয়ের বদলে অন্য প্রার্থী দেওয়া হবে। অনেকেই লড়তে তৈরি। প্রার্থীর তুলনায় দলের ভোট শেয়ার বেশি গুরুত্বপূর্ণ।”

4/8 ২৫ প্রার্থীর নাম ঘোষণা:



আরও ২৫ জনের নাম ঘোষণা করল মেঘালয় তৃণমূল। এই নিয়ে ৫৫টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করল তারা। দলের তরফে জানানো হয়েছে, এই সপ্তাহের মধ্যেই তারা বাকি সামবরলাংয়ের ছেড়ে যাওয়া পিংথোরুমখ্রা-সহ ৬টি কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করবে।পাশাপাশি, রংজেং বিধানসভা কেন্দ্রের দুই বারের প্রাক্তন বিধায়ক দেসাং এম সাংমা বুধবার তৃণমূলে যোগ দেন। তাঁদের দলে স্বাগত জানান বিরোধী দলনেতা মুকুল সাংমা। অবশ্য রংজেং কেন্দ্রে ইতিমধ্যেই সেংনাম এম মারাকের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করেছে দল। দেসাং এনসিপি ও এনপিপি দুই দল থেকে লড়েই বিধায়ক হয়েছিলেন।

5/8 ‘জি ২০’ নিয়ে আশাবাদী রাষ্ট্রপতি:


প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে দেশবাসীর উদ্দেশে বক্তৃতা করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাঁর বক্তৃতায় উঠে আসন্ন ‘জি ২০’ সম্মেলনের প্রসঙ্গ। গ্লোবাল ওয়ার্মিং এবং জলবায়ু পরিবর্তনের মতো পরিবেশগত সমস্যার সমাধানে ‘জি ২০’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি মনে করেন৷ রাষ্ট্রপতি জানান, বিশ্ব দরবারে ভারত যে সম্মান অর্জন করেছে, তার ফলে নতুন সুযোগের পাশাপাশি দেশের দায়িত্বও বেড়েছে। তিনি বলেন, “আমি নিশ্চিত, ভারতের নেতৃত্বে ‘জি ২০’ আরও ন্যায়সঙ্গত এবং মজবুত বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হবে।”

6/8   ১৭ বছরেই ভোটার হওয়ার আবেদন:



এ বার থেকে ১৭ বছর বয়স হলেই ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার জন্য আবেদন করা যাবে। ত্রয়োদশতম জাতীয় ভোটার দিবসে এ কথা ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। বুধবার কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে ভোটার দিবস পালনের অনুষ্ঠানে এ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব জানান, নতুন ভোটারদের জন্য প্রি-রেজিস্ট্রেশন সিস্টেম শুরু করা হয়েছে। ১৭ বছর বয়স হলেই রেজিস্ট্রেশন করা যাবে।

7/8  ডেটা খরচ বৃদ্ধিতে উদ্বেগ:



সদ্য মোবাইল পরিষেবার ন্যূনতম মাসুল বাড়িয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থা ভারতী এয়ারটেল। আর বুধবার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন কেন্দ্রের বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর। তাঁর আশঙ্কা, ডেটা এবং মোবাইল ফোনের দাম বৃদ্ধি ডিজিটাল প্রযুক্তির গতিকে বিঘ্নিত করতে পারে। মঙ্গলবার কর্নাটক, বিহার, উত্তরপ্রদেশ পশ্চিম-সহ দেশের আটটি সার্কলে ন্যূনতম পরিষেবা মাসুল ৫৭% বাড়ায় এয়ারটেল। সেই সমস্ত জায়গায় ২৮ দিনের মাসুল ৯৯ টাকা থেকে বেড়ে হয়েছে ১৫৫ টাকা। মন্ত্রী জানান, স্বল্প এবং দীর্ঘ মেয়াদে তা কী ধরনের প্রভাব ফেলতে পারে, সে ব্যাপারে টেলিকম নিয়ন্ত্রক ট্রাইয়ের কাছে জানতে চাইতে পারে তাঁর মন্ত্রক।

8/8   সরস্বতীর কাছে প্রার্থনা:


নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত কারণে আগামী কাল, প্রজাতন্ত্র দিবসে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভকারীদের বসতে নিষেধ করেছে ময়দান থানার পুলিশ। কাল সরস্বতী পুজোর দিন তাঁরা আসতে পারবেন না বলে আগের দিনই পুজোর আয়োজন করলেন নবম থেকে দ্বাদশের চাকরিপ্রার্থীরা। এক চাকরিপ্রার্থীর মেয়েকেই তাঁরা সরস্বতী সাজিয়ে তার কাছে প্রার্থনা জানালেন। এক চাকরিপ্রার্থী জানালেন, সরস্বতীর কাছে তাঁদের প্রার্থনা, দ্রুত মেধা তালিকা প্রকাশ করা হোক এবং তাঁরা যেন দ্রুত নিয়োগপত্র হাতে পান। অভিষেক সেন নামে এক চাকরিপ্রার্থী বললেন, ‘‘কোনও রকম ধর্মীয় আচার-অনুষ্ঠান করে এই সরস্বতী পুজো হয়নি। আমাদের প্রার্থনাটুকুই জানিয়েছি দেবী সরস্বতীকে। এই সরস্বতী আমাদেরই এক চাকরিপ্রার্থীর মেয়ে।’’ অভিষেকের প্রশ্ন, ‘‘আজ আমাদের আন্দোলন ৬৮২ দিনে পড়ল। আর কত দিন পড়ে থাকতে হবে রাস্তায়?’’

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url