Relief from stomach problems: পেটের সমস্যা থেকে মুক্তি পেতে কোন কোন খাবারগুলি প্রতিদিন খাবেন?
পেটের সমস্যা থেকে মুক্তি পেতে কোন কোন খাবারগুলি প্রতিদিন খাবেন?
পেটের সমস্যায় কী খাবেন:
অফিস তো রোজ যেতেই হবে। কিন্তু পেটে গোলমাল হলে টিফিন বাছতে হবে ভেবেচিন্তে
পরপর ক’দিন একটু ভারী খাওয়াদাওয়া হলেই পেটের সমস্যা শুরু। এ দিকে কাজেও বেরোতে হবে। মাথায় রাখুন কী কী খাবেন আর কী খাবেন না। তা হলেই অর্ধেক সমাধান হয়ে যাবে।
চিঁড়ে, মুড়ি, ভাত: এগুলো সহজপাচ্য। ফলে হজম হয় সহজে। লুজ় মোশন হলে তা-ও অনেকটা নিয়ন্ত্রণ করতে পারে। কাঁচকলাও খুব ভাল কাজে দেয়।
ফলে ভরসা রাখুন: গোড়াতেই মনে রাখতে হবে, কাটা ফল খাওয়া চলবে না। বরং গোটা আপেল বা শসা কিনে খেতে পারেন।
রসগোল্লা: মিষ্টির দোকান তো ইতিউতি সর্বত্রই পেয়ে যাবেন। সেখানে গরম গরম রসগোল্লা খেতে পারেন। পেটের পক্ষে ভাল। তবে ভাজা মিষ্টি একদম নয়। দইও খেতে পারেন। দই পেট ঠান্ডা রাখে। এ ছাড়া লস্যি, ঘোলও রাখতে পারেন টিফিনের তালিকায়।
পেটের গণ্ডগোলে খাওয়াদাওয়া বন্ধ করবেন না। বরং বুঝেশুনে খান। তবে বেশি পেট ব্যথা করলে ও লুজ় মোশন নিয়ন্ত্রণে না এলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। অনেক সময়ে পেটে ইনফেকশন হলেও এই লক্ষণ দেখা দিতে পারে।
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url