ভারত এবং ব্রিটেনের বিজ্ঞানীরা এক বিশেষ স্মার্ট কনট্যাক্ট লেন্স তৈরি করতে সক্ষম

 ভারত এবং ব্রিটেনের বিজ্ঞানীরা এক বিশেষ স্মার্ট কনট্যাক্ট লেন্স তৈরি করতে সক্ষম


স্মার্ট কনট্যাক্ট লেন্স ( Smart contact lenses):

ভারত এবং ব্রিটেনের বিজ্ঞানীরা এক বিশেষ স্মার্ট কনট্যাক্ট লেন্স তৈরি করতে সক্ষম হয়েছেন যা খুব তাড়াতাড়ি এবং অস্ত্রোপচার ছাড়াই চোখের সংক্রমণ পরীক্ষা করতে পারবে। এই উদ্যোগটি সম্মিলিত ভাবে গ্রহণ করেছেন ইউনিভার্সিটি অব শেফিল্ড, ইউনিভার্সিটি অব ব্র্যাডফোর্ড এবং ভারতের এলভি প্রসাদ আই ইনস্টিটিউটের বিজ্ঞানীরা। উন্নয়নশীল দেশগুলিতে চোখের সমস্যার কারণে মৃত্যু এই লেন্স-এর সাহায্যে রোধ করা যাবে বলে মনে করা হচ্ছে। বিশ্বজুড়ে, বিশেষ করে ভারতে দৃষ্টিশক্তি হারানো এবং অন্ধ হয়ে যাওয়ার অন্যতম কারণ চোখের সংক্রমণ। 

বর্তমানে কোন ব্যাক্টিরিয়া বা ফাঙ্গাসের কারণে এই সংক্রমণ হয়েছে, তা নির্ণয় করতে হলে রোগীকে অজ্ঞান করে তার চোখ থেকে সংক্রমিত অংশের কিছুটা তুলে নেন বিশেষজ্ঞরা। স্যাম্পলটি তার পরে দু’দিন ধরে কালচার করে তার পর সেটা অণুবীক্ষণ যন্ত্রের নীচে ফেলা হয়। এই প্রক্রিয়ায় অনেকটা সময় লাগে এবং তা ব্যয়সাপেক্ষও। কিন্তু এই লেন্সটি রোগী এক ঘণ্টা পরলেই তার পরেই সংক্রমণের পরীক্ষা করা যাবে। লেন্সটি তৈরি তেমন পদার্থ দিয়ে যা কনট্যাক্ট লেন্স তৈরি করতে ব্যবহার করা হয়।

 এতে যে হাইড্রোজেল রয়েছে তা দু’ধরনের ব্যাক্টিরিয়া এবং ফাঙ্গাস নির্ণয় করতে পারে। ফাঙ্গাস বা ব্যাক্টিরিয়া ওই হাইড্রোজেল-এ আটকে যায় এবং সেটাই পরে পরীক্ষা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিছু দিন আগেই জানিয়েছে, যে পরিবেশ পরিবর্তন, অতিমারি সহ নানা কারণে গোটা বিশ্বেই ফাঙ্গাসের কারণে নানা রোগের প্রকোপ বাড়ছে। আগামী দিনে ফাঙ্গাসের কারণে হওয়া চোখের রোগ যাতে কমানো যায়, তার জন্য এই লেন্স কাজে আসবে বলে দাবি বিজ্ঞানীদের।

চোখের সংক্রমণ স্বল্প সময়ে নির্ণয় করার বিশেষ পথ বার করলেন ভারত ও ব্রিটেনের বিজ্ঞানীরা

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url